Gas Cylinder blast: রান্না করার সময় মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২২, চরম আতঙ্ক

মেটিয়াবুরুজে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। আহত হয়েছেন অন্তত ২২জন। তবে তার মধ্যে চারজনের আঘাত গুরুতর। মেয়র ফিরহাদ হাকিম এসএসকেএম হাসপাতালে গিয়ে আহতদের দেখতে যান। সূত্রের খবর ২২জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সব মিলিয়ে ২২জন ভর্তি হয়েছেন। ৪-৫জনের অবস্থা গুরুতর। এদিকে কয়েকজন শিশু আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, একটি বাড়ির নীচের তলায় সিলিন্ডার ব্লাস্ট করেছিল বলে দাবি করা হচ্ছে। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা এলাকায় যাবেন। সিলিন্ডার ব্লাস্ট করে কীভাবে এতজন আহত হলেন তা নিয়ে চর্চা তুঙ্গে।

ইতিমধ্যেই পুলিশ এলাকায় গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, সন্ধ্যাবেলা আচমকাই সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতেই ২১-২২জন জখম হয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যপক আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই একে একে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাঁদের শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গিয়েছে।

সূত্রের খবর, গার্ডেনরিচের বিচালি ঘাট রোডে এদিন ভয়াবহ বিস্ফোরণ হয়। ফেটে যায় গ্যাস সিলিন্ডার। আহতদের মধ্যে ৪জন শিশুও রয়েছে।

জানা গিয়েছে, কলকাতার এসএসকেএম হাসপাতালে সব মিলিয়ে ১৯জনকে প্রাথমিকভাবে নিয়ে আসা হয়। সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ২জনকে। ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।

স্থানীয়দের দাবি, এদিন রান্নার সময় আচমকাই সিলিন্ডারটি ফেটে যায়। ঘরের মধ্যেই লোকজন ছিলেন। তারা গুরুতর জখম হয়েছেন।

এদিকে গ্যাস সিলিন্ডার ফেটে কীভাবে এত বড় বিস্ফোরণ হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে শেষ পর্যন্ত একে একে সকলকেই উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।