Hybrid solar eclipse: হাইব্রিড সূর্যগ্রহণে সোনার আংটি দেখা গেল শুধু অজিভূমে!

সূর্যগ্রহণের সময় এবার পৃথিবীর আকাশে দেখা গেল সোনার আংটি! আজ, বৃহস্পতিবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। তবে এবারের সূর্যগ্রহণ একটি বিশেষ কারণে বিরল তকমা পেয়েছে। যেটি বলা হচ্ছে হাইব্রিড’ সূর্যগ্রহণ। এর বিশেষত্ব হল এই গ্রহণে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া ছোট হল। ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে নি। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে চারপাশ দিয়ে ফুটে ওঠে। এর ফলে মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সূর্যকে দেখতে যেন সোনার আংটির মতো লাগে। মহাকাশবিজ্ঞানীদের কথায়, এই দৃশ্যই বিরল মহাজাগতিক দৃশ্য।

এর আগেও একবার এমন গ্রহণ দেখা গিয়েছিল। তা হয়েছিল ২০১৩ সালে। তবে দু’টি ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের মাঝে অনেকটাই সময়ের তফাত থাকে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। মহাকাশ বিশেষজ্ঞদের কথায়, সাধারণত ১০০ বছরের অন্তর থাকে পরপর এমন দুটি গ্রহণের মধ্যে।

পশ্চিম অস্ট্রেলিয়ায় সূর্যগ্রহণ দেখছেন পর্যটকরা

(via REUTERS)

<p>সূর্যগ্রহণ দেখতে হাজির বিজ্ঞানীরা</p>

সূর্যগ্রহণ দেখতে হাজির বিজ্ঞানীরা

(via REUTERS)

এই হাইব্রিড সূর্যগ্রহণ দেখা গেল মাত্র একটি শহর থেকে। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে দেখা মিলল সোনালি আংটির বলয়। তবে অস্ট্রেলিয়ার আরও বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ইস্ট ইন্ডিজ, ফিলিপিন্স এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা গেল। ভারতবাসীরা যদিও সেই বিরল দৃশ্য় চাক্ষুষ করতে পারেনি। নাসার বিবৃতি অনুযায়ী, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর।