Suvendu Adhikari: ‘মুখ্যমন্ত্রী মামলা করুন, কল রেকর্ড প্রকাশ্যে আনব’, চ্যালেঞ্জের সুর বদল শুভেন্দুর

জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল। তা ফিরে পেতে নাকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফোনালাপ প্রকাশ্যে আনার কথা জানিয়ে টুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি তা না করে সাংবাদিক বৈঠক করলেন বিধানসভা চত্বরে। জানালেন, এ ভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ফোন কল প্রকাশ্যে আনা যায় না।

সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন,’রাজ্যের প্রশাসনিক প্রধান আপনি। উচ্চ নিরাপত্তায় থাকেন। তাই আপনার কল রেকর্ডস এভাবে সর্বসমক্ষে প্রকাশ্যে আনা যায় না। তাই আমি আনতেও চাই না। তথ্য জানার অধিকার আইনে কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এক মাত্র আদালত হস্তক্ষেপ করলে এ সব পাওয়া যায়।’

কল রের্কড প্রকাশ্যে আনার জন্য মুখ্যমন্ত্রীকেই মামলা করতে বলেন শুভেন্দু। তিনি বলেন,’আমি চাই আপনি মামলা করুন। মামলা করলে আমিও TRAI-কে পক্ষ করব। তারা ৪ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ল্যান্ডলাইনের কল রেকর্ডস দিতে বাধ্য হবে। তখন জলের মতো সব পরিষ্কার হয়ে যাবে।’

মঙ্গলবার শুভেন্দু সিঙ্গুর থেকে বলেন, ‘তৃণমূল সর্বভারতীয় তকমা হারাতেই মমতা বন্দ্যোপাধ্যায় চারবার ফোন করেছিলেন অমিত শাহকে। জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার আরজি জানিয়েছেন। কিন্তু অমিতজি না করে দিয়েছেন।’

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বিরোধী দলনেতা অভিযোগ প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন। আবার অন্য দিকে প্রমাণ দিতে না পারলে বিরোধী দলনেতা নাখখত দেবেন। তার পর শুভেন্দু অধিকারী টুইট করে জানান, বৃহস্পতিবার তিনি কল রেকর্ড প্রকাশ্যে আনবেন।

কিন্তু তা হল না। এ ক্ষেত্রে প্রমাণ দেবার ভার মুখ্যমন্ত্রীর উপর ন্যস্ত করলেন শুভেন্দু অধিকারী।