Tiljala case: তিলজলা কাণ্ডে CBI তদন্ত ও পুলিশের শাস্তি সুপারিশ করে রাজ্যকে চিঠি জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

তিলজলায় শিশু খুন ও অশান্তি ঘটনায় কী কী পদক্ষেপ করা হয়েছে তা জানতে চেয়ে মুখ্যসচিকে চিঠি দিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। চিঠিতে, এই ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করেছে কমিশন। এর পাশাপাশি দোষী পুলিশ কর্মীদেরও শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে চিঠিতে। সব তথ্য আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ মার্চ এক নাবালিকা হত্যাকে কেন্দ্র করে উতপ্ত হয় তিলজলা। নাবালিকাটি ভোরে ময়লা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তিলজলা থানার পুলিশ একটি আবাসনের তিনতলার ফ্ল্যাটে তার বস্তা বন্দি দেহ উদ্ধার করে। ওই ফ্ল্যাটের বাসিন্দা অলোক কুমারকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ওঠে নাবালিকাকে যৌন নির্যাতনের। এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার হয়।

ঘটনার তদন্তে কলকাতা আসেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো। কিন্তু তার পর শুরু হয় নতুন সমস্যা। বিরোধ বাঁধে জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন মধ্যে। তদন্ত সময় পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ তোলেন প্রিয়ঙ্ক।

সেই তিলজলার ঘটনায় এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার ‘অ্যাকশন টেকন রিপোর্ট’ ১৫ দিনের মধ্যে রাজ্যেকে পাঠাতে বলেছে কমিশন। চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও।