Why Is The Death Of Heart Disease Increasing At A Young Age? How To Safe From Heart Disease | Heart Attack : কম বয়সে হৃদরোগে মৃত্যু বাড়ছে কেন? কতটা ঝুঁকিতে আপনি, কীভাবে বুঝবেন?


Heart Attack At Young Age In India : তবে ২০০০ সালের পর থেকে প্রতিবছরই সারা বিশ্বে ২ শতাংশ হারে বাড়ছে। আর চিন্তার বিষয় হল, সারা পৃথিবীতে কার্ডিওভ্যাসকুলার ডিসিজে (Cardiovascular disease) যত মৃত্যু হয়, তার  ১/৫ অংশ হয় ভারতেই ( India ) । হঠাৎ কী কারণে বেড়ে গিয়েছে যুবক – যুবতীদের মধ্যে হার্ট অ্যাটাকের ( heart Attack ) প্রবণতা ? নাকি আগে থেকেই এমন একটা ট্রেন্ড ছিল? এই নিয়ে বিস্তারিত আলোচনায় অ্যাপোলো মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালের ( Apollo Multispecialty Hospital )বিশিষ্ট চিকিৎসক অর্পণ চক্রবর্তী ।