ছাত্রীর মৃত্যুতে রণক্ষেত্র কালিয়াগঞ্জ, পথ অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

এক ছাত্রীর অস্বাভিক মৃত্যুকে কেন্দ্র করে পুলিশ – জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। ছাত্রীর দেহ রাস্তায় রেখে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। অবরোধ তুলতে এলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পালটা টিয়ার গ্যাসের সেল ও রবার বুলেট ছোড়ে পুলিশ। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।

ঘটনা কালিয়াগঞ্জের সাহেবঘাটার। বৃহস্পতিবার সেখানে এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ১ জনকে আটক করে পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের পর দেহ গ্রামে ফিরলে দেহ নিয়ে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, অভিযুক্ত যুবককে গ্রামবাসীদের হাতে তুলে দিতে হবে। অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই শুরু হয় ইটবৃষ্টি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা টিয়ার গ্যাসের সেল ও রবার বুলেট ছোড়ে পুলিশ। পৌঁছয় র্যাফ। ব্যাপক লাঠি চালিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় তারা। পুলিশের তাড়া খেয়ে আসেপাশের বাড়িতে ঢুকে যান বিক্ষোভকারীরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। গোটা এলাকায় টহল দিচ্ছে পুলিশ। কে বা কারা ইট ছুড়ল তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।