Eid 2023 Weather Forecast: ইদে কি প্রচণ্ড গরম থাকবে, নাকি হবে তেড়ে বৃষ্টি? জেনে নিন এখনই

শনিবার গোটা দেশ জুড়েই পালিত হবে খুশির ইদ। ভারতের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশেই এদিনই পালিত হচ্ছে খুশির ইদ। কিন্তু তার আগের দিন সকলেরই একটাই প্রশ্ন, ইদের দিন কি খুব গরম থাকবে নাকি এদিন বৃষ্টি হতে পারে? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এর সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে এই সব জেলার যাঁরা ইদ পালনের জন্য বাইরে বেরোবেন, তাঁরা সেই বিষয়ে প্রস্তুতি রাখবেন। 

পাশাপাশি ঝড়-বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে উত্তর বঙ্গেও। উত্তরবঙ্গের আটটি জেলায় শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। ঝড়-বৃষ্টির পাশাপাশি এই দুই দিনই এই সব জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ফলে সামান্য ভাটা পড়তে পারে বাড়ির বাইরে ইদ উদযাপনে। 

তবে প্রকৃতির অবস্থায় যেমন থাকুক না কেন, ইদ উদযাপনের ষোলো আনা প্রস্তুতি হয়ে গিয়েছে সারা দেশ জুড়েই। শনিবারই যে খুশির ইদ পালিত হতে চলেছে, এ কথা মোটামুটি নির্ধারিত হয়ে যায় বৃহস্পতিবারই। তার পর থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। ভ্যাপসা গরমই হোক কিংবা ঝোড়ো বৃষ্টিই হোক, রমজানের মাসের শেষে খুশির ইদ পালনের জন্য মুখিয়ে আছেন সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup