Eid Whatsapp Greetings: খুশির ইদে প্রিয়জনের সঙ্গে কাটান সেরা মুহূর্তে, তাকে জানান ইদের শুভেচ্ছাবার্তা

দেখতে দেখতে শেষ রমজান মাস। আর চাঁদ দেখা গেলেই শুরু খুশির ইদ। পবিত্র ইদে প্রিয়জনদের নিয়ে সময় কাটানোর অবকাশ মেলে। এই সময় তাদের সঙ্গে আনন্দ আয়োজনে মেতে ওঠার দিন। তাই পবিত্র ইদের শুভেচ্ছাও জানান প্রিয়জনকে। বেছে নিন আপনার মনের মতো শুভেচ্ছাবার্তা।

দেখতে দেখতে আজ আমাদের পবিত্র ইদ। আমার প্রিয় মানুষগুলি ভালো থাকুক, এই দোয়াই  করি আল্লাহর কাছে। ইদ মোবারক।

দাওয়াত রইল ইদের দিন, এই দিন সবসময় আসে না। আজ নতুন করে আনন্দে মেতে ওঠার দিন। ইদ মোবারক।

আরও পড়ুন: কাটাকুটি থেকে রান্না, সবজি রাঁধার সময় এই ৫ ভুলেই পুষ্টির দফারফা

আরও পড়ুন: ইদের দিন এই মুখরোচক পদটি খেলে ছোটরা খুশি হবেই, কীভাবে বানাবেন জেনে নিন

বন্ধু তুমি আমার ভীষণ প্রিয়। ইদের দিনে তোমার জীবনে নতুন নতুন আনন্দের রং আসুক। ইদ মোবারক।

আমার প্রিয় মানুষকে যেন আর কেউ কোনও কষ্ট না দেয়, এই দোয়া করি। ইদ মোবারক।

ইদের দিন সবার সব ইচ্ছে পূরণ হয়। আল্লাহ সবার উপর সদয় হন। সবার জীবন আনন্দ ও খুশিতে ভরে ওঠে। ইদ মোবারক প্রিয় বন্ধু।

আরও পড়ুন: আসছে খুশির ইদ, প্রিয় মানুষকে পাঠান শুভেচ্ছাবার্তা, কী লিখবেন, জেনে নিন এখানে

আরও পড়ুন: কথায় কথায় খুদের ভুল ধরেন, বকাঝকা করেন? জেনে নিন আদতে কী করলে ভালো হবে ওর

কোনও চিঠি বা ফুল দিয়ে নয়, মনের গভীর থেকে ভালোবাসা দিয়ে জানাই ইদ মোবারক। ভালো থাকো প্রিয় বন্ধু।

ইদ মানেই আকাশ ভরা আলো, ইদ মানেই সবাই থাকবে ভালো, ইদের অসংখ্য শুভেচ্ছা জানাই প্রিয় বন্ধু।

এই পবিত্র ইদে আল্লাহর অসীম আশীর্বাদ ঝরে পড়ুক তোমার। এটাই আমার মনের দোয়া। ইদ মোবারক।

তোমার পরিবার আনন্দে আহ্লাদে পরিপূর্ণ থাক। ইদের পবিত্র দিনে এমনটাই দোয়া করি বন্ধু। ইদ মোবারক প্রিয় বন্ধু।

ইদ মানেই যেন নতুন কিছু পাওয়ার স্বাদ। ইদ পরিবারের সকলকে নিয়ে খুশিতে মেতে ওঠার দিন। ইদের অনেক অনেক শুভেচ্ছা বন্ধু।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup