Godhra Train Coach Burning Case: গোধরায় ট্রেনে অগ্নিসংযোগ মামলায় ৮ অভিযুক্তের জামিন সুপ্রিম কোর্টে

২০০২ সালে গুজরাটের গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় ৮ জন অভিযুক্তের জামিনে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার গোধরাকাণ্ডের এই মামলায় এই জামিনের নির্দেশ আসে দেশের শীর্ষ আদালতের তরফে। যদিও এই মামলায় বাকি ৪ জন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, গত বছর ১৫ ডিসেম্বর অন্যতম অভিযুক্তকে জামিন দেয় কোর্ট। উল্লেখ্য, এরপর ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের তরফে এল এই নয়া নির্দেশ। 

উল্লেখ্য, গোধরার ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার পর ২০০২ সালে গুজরাটে দাঙ্গার হিংসা ছড়িয়ে পড়তে দেখা যায়। যে ৮ জনকে ট্রেনে অগ্নিসংযোগের মামলায় জামিন দেওয়া হয়েছে, তারা দোষী সাব্যস্ত হয়েছিল এই মামলায়। তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল ট্রায়াল কোর্ট। এরপর দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে জামিন দেওয়া হয় ৮ অভিযুক্তকে। এর আগে, এই মামলায় যে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল ট্রায়াল কোর্ট, তাদের জামিনের আবেদন খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, ১১ জন অভিযুক্ত দোষী প্রমাণিত হয়, ও তাদের মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। পরে তা হাইকোর্টের নির্দেশে যাবজ্জীন কারাদণ্ডের সাজায় পর্যবসিত হয়। উল্লেখ্য, এই জামিনের আবেদনের বিপক্ষে ছিল গুজরাট সরকার। তারা 

(বিস্তারিত আসছে)