IPL 2023: Delhi Capitals’ Players Get Back Stolen Bats And Other Equipment, Confirms Skipper David Warner


নয়াদিল্লি: হইচই পড়ে গিয়েছিল কয়েকদিন আগে। জানা গিয়েছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে এসে ডেভিড ওয়ার্নাররা (David Warner) জানতে পারেন যে, প্রচুর ক্রিকেট সরঞ্জাম খোওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে ১৬টি ব্যাট। যার এক একটির মূল্য প্রায় ১ লক্ষ টাকা করে।

কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে আইপিএলে প্রথম জয়ের পরই স্বস্তির খবর দিলেন দিল্লি ক্যাপিটালসের (DC) অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জানালেন, চুরি যাওয়া সামগ্রী পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, পুলিশ ব্যাট, প্যাড, গ্লাভস ও অন্যান্য চুরি যাওয়া সরঞ্জাম খুঁজে পেয়েছে। ১৬টি ব্যাট ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ফিল সল্ট ও যশ ধূলের।

শুক্রবার ওয়ার্নার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ব্যাট ও অন্যান্য সরঞ্জামের ছবি দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘দুষ্কৃতীদের খুঁজে পাওয়া গিয়েছে। তবে এখনও কয়েকটি জিনিসের খোঁজ নেই। যাই হোক ধন্যবাদ’।

পরপর পাঁচ ম্যাচে পরাজয়ের পর অবশেষে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে মরসুমের প্রথম ম্যাচ জিতেছে দিল্লি ক্যাপিটালস। লক্ষ্য মাত্র ১২৮ হলেও, দিল্লিকে কিন্তু এই লক্ষ্যে পৌঁছতে বেশ খাটা খাটনি করতে হয়েছে। অল্প রানের লক্ষ্য হলেও, কেকেআরর স্পিনারদের দাপটে দিল্লি কিন্তু একসময় বিরাট চাপে পড়ে গিয়েছিল। শেষমেশ কোনওক্রমে চার বল বাকি থাকতে চার উইকেটে কেকেআরকে হারায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজি।

দলের জয় পেলেও দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, দলের ব্যাটিংয়ে এখনও আরও অনেক উন্নতির প্রয়োজন। তাঁর মতে এই ম্য়াচে দিল্লির ভাগ্য কিছুটা সহায়ই ছিল। তিনি ম্যাচ শেষে বলেন, ‘আজকে ভাগ্য আমাদের পক্ষে ছিল। আমরা তো এ মরসুমে এর আগেও ভাল বল করেছি। সমস্যাটা বোলিংয়ে নয়, ব্যাটিংয়ে। আমাদের নিজেদের পারফরম্যান্স বিচার বিবেচনা করে কীভাবে আরও উন্নতি করতে পারব, সেই নিয়ে আলোচনায় বসতে হবে। স্পিনাররা আজকে কিন্তু ভালই বল করেছে। আমাদের ব্যাটিংটা যে আরও ভাল করতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।’

সৌরভ জানান দিল্লি ম্যানেজমেন্ট দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করে তাঁদের ফর্মে ফেরাতে তৎপর। ‘আমরা দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করে, তাদের ফর্মে ফেরাতে বদ্ধপরিকর। অতীতে তো পৃথ্বী, মণীশ, মিচেল মার্শরা নিজেদের দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। ভবিষ্যতে আবারও ওরা ভাল পারফর্ম করবে। আমরা এরপর হায়দরাবাদ উড়ে যাব। আশা করছি ওখানে ভাল ব্যাটিং উইকেট পাব। হায়দরাবাদের উইকেট সাধারণত ব্যাটিং সহায়কই হয়,’ মত সৌরভের।