IPL 2023: Star Sports Signs On Rishabh Pant As ‘believe Ambassador’ To Encourage Youngsters


মুম্বই: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তিনি মাঠের বাইরে। বাইশ গজে ফেরার লড়াই চালাচ্ছেন। ক্রাচ নিয়ে হাঁটাহাঁটি শুরু করেছেন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচে মাঠেও দেখা যাচ্ছে।

এবার বড় ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দেশের যুব সম্প্রদায়কে উৎসাহ দেবেন তিনি। আইপিএলের টিভি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস ‘বিলিভ অ্যাম্বাসেডর’ করেছে পন্থকে। এর আগে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারদের সঙ্গেও চুক্তি করতে দেখা গিয়েছে স্টার স্পোর্টসকে। এবার সেই তালিকায় যুক্ত হল পন্থের নাম। বিরাট কোহলির সঙ্গেও চুক্তি রয়েছে স্টার স্পোর্টসের।

পন্থ বলেছেন, ‘এই দায়িত্ব আমাকে যুব সম্প্রদায়ের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে তরুণদের মধ্যে। ক্রিকেটের ক্ষমতা রয়েছে আনন্দ বয়ে আনার ও জীবনকে সমৃদ্ধ করার। আমি রুরকির মতো ছোট শহর থেকে উঠে এসেছি। বিশ্বাস করতাম, দেশের প্রতিনিধিত্ব করব। দেশকে গর্বিত করব। সেই স্বপ্ন সফল হয়েছে। আমি বিশ্বাস করি স্বপ্ন দেখলে ও পরিশ্রম করলে যেখান থেকেই উঠে আসুন না কেন, সফল হবেনই।’

আশয় মুম্বই ইন্ডিয়ান্স

ডান কনুইয়ে ব্যথা অনুভব করেছিলেন। সেই কারণে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) প্রথম চার ম্যাচে খেলতে পারেননি। তবে এবার মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন জোফ্রা আর্চার (Jofra Archer)।

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবছরই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন ইংরেজ পেসার। ২ এপ্রিল আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছিলেন আর্চার। সেটাই ছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের জার্সিতে তাঁর অভিষেক। তবে সেই ম্যাচে নজর কাড়তে পারেননি আর্চার। ৪ ওভারে ৩৩ রান খরচ করেছিলেন। কোনও উইকেট পাননি। তারপর থেকেই আর খেলছেন না আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মার্ক বাউচার জানিয়েছিলেন, তাঁর সামান্য চোট রয়েছে।

তবে পরের সপ্তাহেই মাঠে দেখা যেতে পারে আর্চারকে। শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে মুম্বই। সেই ম্যাচেও আর্চারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। বৃহস্পতিবার নেটে ৪ ওভার বল করেন আর্চার। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলা ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডও আর্চারের মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী।                                        

আরও পড়ুন: হলুদ শাড়িতে কলকাতা-দিল্লির দ্বৈরথ দেখতে মাঠে হাজির সোনম, রইলেন অ্যাপেলের সিইও