Kala azar in WB: কালা জ্বর নির্মূল করতে নয়া ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, শুরু হবে বিশেষ প্রশিক্ষণ

কালা জ্বর নির্মূল করতে বিশেষ কর্মসূচি শুরুর পরিকল্পনা নিল রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর। চলতি মাসের শেষ থেকে সারা রাজ্য জুড়েই শুরু হবে এই বিশেষ প্রকল্প। সারা রাজ্যজুড়ে এই মুহূর্তে মোট ১৩৯টি কালা জ্বর প্রবণ ব্লকচিহ্নিত করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য আধিকারিকরা। সেই প্রতিটি জোনের উপর বিশেষ করে নজর দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এক জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুর্শিদাবাদে এমন ব্লকের সংখ্যা ২৩টি, পূর্ব বর্ধমান জেলায় ১৬টি, মালদায় ১৫টি, দার্জিলিঙে ১১টি ও হুগলিতে ১০টি। এছাড়াও, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ৯টি করে এমন ব্লক রয়েছে। সব মিলিয়ে মোট ৫০০ জন চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণের ফলে কালা জ্বরের প্রকোপ অনেকটাই কবজায় আনা যাবে বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup