আইনজীবীর ছদ্মবেশে আদালত চত্বরে নারীকে গুলি

ভারতের দিল্লির সাকেত আদালত চত্বরে এক নারীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্ত। স্থানীয় সময় শুক্রবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনায় আদালত চত্বরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২১ এপ্রিল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, হামলাকারী আইনজীবীর কালো পোশাক পরে ওই নারীকে গুলি করে।

আদালত চত্বরে নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিতে আইনজীবীর পোশাক পরে এসেছিলেন হামলাকারী। প্রাথমিকভাবে জানা গেছে, একটি মামলায় সাক্ষ্য দিতে আদালতে এসেছিলেন ওই নারী। তার পিছু নিয়ে আদালত চত্বরে প্রবেশ করে অস্ত্রধারী। একপর্যায়ে পর পর চারটি গুলি ছোড়ে। তবে একটি গুলি ওই নারীর শরীরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় পুরো আদালতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশ। কেন তাকে গুলি করা হল, বিষয়টিও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, আর্থিক সংক্রান্ত একটি মামলার শুনানির জন্য আদালতে এসেছিলেন ওই নারী।

দিল্লির আদালতে এরকম ঘটনা নতুন নয়। গত বছরের সেপ্টেম্বরেও এমন ঘটনায় তিন জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। সেবারও দুষ্কৃতকারীরা আইনজীবীর পোশাক পরে আদালত কক্ষে প্রবেশ করেছিল।