দক্ষিণ আফ্রিকায় একই পরিবারের ১০ জনকে গুলি করে খুন

সাউথ আফ্রিকায় একই পরিবারের ১০ সদস্যকে গুলি করে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২১ এপ্রিল) স্থানীয়সময় ভোরে পিটারমারিটজবার্গ শহরের কাছে তাদের বাড়িতে অতর্কিত হামলায় ৭ মহিলা এবং ৩ জন পুরুষ মারা যান। মৃতদের মধ্যে একজনের বয়স ১৩ বছর বলে জানা যায়। এক শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ মন্ত্রী ভেকি সেল বলেন, এই ঘটনায় সন্দেহভাজনকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, একজনকে গুলি করে খুন করা হয়েছে এবং আরেকজন এখনও পলাতক। পুলিশ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, দু’জনকে গ্রেফতার করেছে, একজন আহত হয়েছে, একজন মারা গিয়েছে, একজন পালিয়ে গিয়েছে এবং ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজনদের একজন দীর্ঘদিন ধরে তাদের ওয়ারেন্টের তালিকায় ছিল বলে জানায় পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, বন্দুকধারীরা পুলিশ অফিসার হিসাবে পরিচয় দিয়ে সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। সাউথ আফ্রিকার এই অংশটি প্রায়ই খুনের জন্য বেশ পরিচিত। এদিকে বৃহস্পতিবার বন্দর নগরী ডারবানের উত্তরে আরেকটি বাড়িতে ৪ জনকে গুলি করে খুন করার পর এই সপ্তাহে কোয়াজুলু-নাটাল প্রদেশে এটি দ্বিতীয় গণগুলি। এর আগে জানুয়ারিতে পূর্ব কেপ প্রদেশের গকেবেরহা শহরে জন্মদিনের পার্টিতে গুলিবিদ্ধ হয়ে আটজন মারা যান।

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)