America: ডাক্তার ‘মৃত’ ঘোষণার পর ফিরে এল জীবিত কিশোর, চাঞ্চল্য

ডাক্তার কাউকে মৃত ঘোষণা করার পর যদি হঠাৎ করে শুনেন ওই ব্যক্তি এখনও জীবিত তাহলে অবাকই হবেন, তাই না? অদ্ভুত শোনালেও বাস্তবেই ঘটেছে এরকম একটি ঘটনা। আমেরিকায় মৃত ঘোষণা করার দুই ঘণ্টা পরে দেখা গেল জীবিতই ছিল কিশোর স্যামি। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত ৭ জানুয়ারি একটি জিমে রক ক্লাইম্বিং করার সময় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্যামি বারকোকে (১৬) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দিয়েছিল। তবে দু-ঘণ্টা পর হাসপাতালের কর্মীরা পরিবারের কাছে স্যামির মৃত্যুর খবর দেয়। স্যামির মা জেনিফার বারকো বলেন, ছেলের লাশ দেখতে গেলে তার স্বামী লক্ষ্য করেন যে স্যামি নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে জানান চিকিৎসকদের। এই অবস্থা দেখে চমকে যান চিকিৎসারাও। তারা তখন বলেছিল, তারা এর আগে কখনও এমন কিছু দেখেনি।

তিনি বলেন, তার হৃদস্পন্দন দেখার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা স্তব্ধ হয়ে গেয়েছিলাম। ছেলেটির মস্তিষ্কে কমপক্ষে পাঁচ মিনিটের জন্য অক্সিজেন প্রবেশ করতে পারেনি যার ফলে স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। সে পাথরের প্রাচীর থেকে নামতে গিয়ে মেরুদণ্ডে আঘাত পায়। ডাক্তাররা বলেন, আমাদের কাছে স্যামি একটি অলৌকিক ঘটনা। জেনিফার জানান, স্যামির ঘটনাটি সম্ভবত ক্যাটেকোলামিনার্জিক পলিমরফিক ভেন্ট্রিকুলার টাকাইকার্ডিয়া ছিল। এটি একটি বিরল জেনেটিক ব্যাধি, যা ২০২০ সালে তাদের ছোট ছেলে ফ্র্যাঙ্কির জীবন কেড়ে নেয়।

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি চ্যানেল আই থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)