Kaustav Bagchi: কৌস্তুভ বাগচীর বাড়িতে আগামী ১ মাস নিরাপত্তা দেবে CISF, নির্দেশ হাইকোর্টের

কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী একমাস তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। সেই সংক্রান্ত মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী এক মাস সিআইএসএফ আধিকারিকরা কংগ্রেস নেতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তবে কতজন নিরাপত্তা আধিকারিক দায়িত্বে থাকবেন তা সিআইএসএফ কর্তৃপক্ষকে বৈঠকে ঠিক করতে বলেছেন বিচারপতি মান্থা। আগামী ১১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

গত ৩ মার্চ কৌস্তুভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর ৪ মার্চ সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর অভিযোগ ছিল, বিনা কারণে কলকাতার বড়তলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। যদিও সেই দিনই জামিন পেয়ে যান কৌস্তুভ বাগচী। এরপরে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৌস্তুভ বাগচী। কলকাতা হাইকোর্টে তিনি নিরাপত্তার আবেদন জানান। যদিও রাজ্যের তরফে জানানো হয়, পুলিশকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হোক। কারণ কৌস্তুভ রায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেননি। তবে কৌস্তুভ বাগচীর বক্তব্য ছিল, তিনি বিরোধী দলের সঙ্গে যুক্ত থাকায় রাজ্যের শাসক দল তাঁকে পছন্দ করে না। তাই তিনি নিরাপত্তার দাবি জানান। এর আগে কৌস্তুভ রায় জানিয়েছিলেন তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী থাকার জায়গা নেই। তবে তাঁবু খাটিয়ে থাকার জায়গা রয়েছে। এছাড়াও, কলকাতা হাইকোর্ট কৌস্তুভ বাগচীর বিরুদ্ধে চলা পুলিশি তদন্তে স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি অনুমতি ছাড়া পুলিশ কৌস্তুভ বাগচীর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল তাঁকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তবে কলকাতা হাইকোর্ট শেষমেষ সিআরপিএফকে নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। আগামী ১১ তারিখ মামলার পরবর্তী শুনানি রয়েছে।

এর আগে, এই মামলায় বিচারপতি মান্থা বলেছিলেন, ‘এই দুর্ভাগ্যজনক বিতর্কের শেষ হওয়া দরকার।’ একই সঙ্গে এই সমস্যার সমাধানসূত্র বার করার জন্য আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করার পরামর্শ দিয়েছিলেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup