Mamata Banerjee: ইদে রিজওয়ানুর বাড়িতে মমতা, কথা বললেন মার সঙ্গে, জানালেন শুভেচ্ছা

২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যু ঝড় তুলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। সেই ঝড় থিতিয়েছে অনেক বছর আগেই। তবে প্রতিবছর ইদের দিন পার্ক সার্কাসে প্রয়াত রিজওয়ানুরের বাড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর তার অন্যথা হয়নি। রেড রোডের কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী হাজির হন পার্ক সার্কাসে রিজওয়ানুর বাড়ি। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী বাবুল সুপ্রিয়।

শনিবার সকালে প্রথমে রেড রোডে যান মমতা বন্দোপাধ্যায়। সেখানে নামাজ পাঠে উপস্থিত নামাজিদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রেখে তিনি যান পার্ক সার্কাসের লাল মসজিদে। এর পর তিনি পৌঁছন রিজওয়ানুরের বাড়িতে।

বিধায়ক রুকবানুর সঙ্গে কথা বলছেন মমতা।

(ফেসবুক)

সেখানে প্রথমে তিনি রিজওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মাল্যদান করেন। এর পর তাঁর বাড়িতে যান। বেশ খানিক ক্ষণ কথা বলেন তাঁর মা, দাদা রুকবানুর রহমান ও পরিবারের অন্যান্য সদস্যেদের সঙ্গে।

রুকবানুর বর্তমানে চাপড়ার বিধায়ক। এমনি মমতা রিজুওয়ানুরের পরিবাররের নিয়মিত খোঁজ খবর রাখেন। ইদের দিনটিতে চেষ্টা করেন রিজওয়ানুর বাড়িতে আসতে। এবারও সেই সূচিতে কোনও বদল হয়নি।

এ দিন রেড রোড থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সকলে শান্তিতে থাকুন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি।’ মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, কোনও ভাবেই বাংলায় অশান্তি বরদাস্ত করবে না তাঁর সরকার।