সোমবার থেকে কি স্কুল খুলছে? বিভ্রান্তি দূর করলেন পর্ষদ সভাপতি

সোমবার থেকে কি স্কুল খুলছে? তাপপ্রবাহের জেরে এক সপ্তাহ স্কুল বন্ধ থাকার পর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সোমবার থেকে স্কুল খুলে যাবে। এ নিয়ে পর্ষদের তরফে আলাদা কোনও নোটিশ জারি করা হয়নি। পর্ষদ সভাপতি জানিয়েছেন, যেহেতু আগে নির্দেশেই বলা ছিল ছুটি এক সপ্তাহের জন্য। গরম কমে যাওয়া তাই নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল খুলে যাবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গরমের ছুটি পড়বে ২ মে থেকে।

তীব্র তাপপ্রবাহের জেরে এক সপ্তাহের জন্য স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্য শিক্ষাপর্ষদের থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘তাপপ্রবাহের জেরে দার্জিলিং, কালিম্পংয়ের স্কুল ছাড়া বাকি সমস্ত স্কুলে এক সপ্তাহের জন্য বা পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বন্ধু থাকবে।’ সেই সঙ্গে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, ‘ছুটির ফলে পড়াশুনোয় যে ঘাটতি তৈরি হবে, তা স্কুল খোলার পর বাড়তি ক্লাস নিয়ে তা পূরণ করতে হবে।’ এই বিজ্ঞপ্তির প্রসঙ্গ তুলে পর্ষদ সভাপতি বলেন, ‘বিজ্ঞপ্তিতেই বলা হয়েছিল স্কুল কবে থেকে খুলবে। যেহেতু আলাদা করে কোনও নোটিস দেওয়া হয়নি তাই সোমবার থেকে স্কুল খুলে যাবে।’

গরম কারণে ছুটি দেওয়ার সময় অনেক স্কুলের পরীক্ষা চলছিল। সেই বাকি পরীক্ষাগুলি সোমবার স্কুল খুললে আবার হবে বলে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী মনে করা হচ্ছে। তবে যে ক’দিন ছুটি ছিল, সেই সময় পড়াশুনোয় যে ঘাটতি হয়েছে তা কী ভাবে পূরণ করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্কুলগুলিই। সরকারি স্কুলগুলির সঙ্গে বেশ কয়েকটি বেসরকারি স্কুল ছুটি ঘোষণা করেছিল। তারাও সোমবার থেকে স্কুল খোলার নোটিস জারি করেছে। 

গরমের ছুটি নিয়েও যেহেতু আলাদা করে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি তাই ২ মে থেকে স্কুলে গরমের ছুটি পড়বে।