Akshaya Tritiya 2023: অক্ষয় তৃতীয়ার হিরের গয়নায় কোন ডিজাইন ট্রেন্ডিং? জানালেন অভিজ্ঞ গয়না ব্যবসায়ী

অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্ন গয়না কেনার শুভ মহরৎ। বলা হয়, এই দিন গয়না কিনলে সে সম্পদ অক্ষয় হয়। তবে এবারের অক্ষয় তৃতীয়ায় কেমন ধরনের হিরের গয়নার চাহিদা তুঙ্গে রয়েছে? জেনে নেওয়া যাক কী বলছেন হিরে ব্যবসায়ী। রাজ ডায়মন্ডের ম্যানেজিং ডাইরেক্টর ঈশ্বর সুরানা হিন্দুস্তান টাইমসকে এই বিষয়ে বিস্তারিত জানালেন। তাঁর কথায়, আধুনিক সময়ে দাঁড়িয়ে  গ্রাহকদের স্বাদবদল হচ্ছে। ডিজাইন থেকে হিরের আকার, সব কিছু নিয়ে গ্রাহকদের পছন্দ বদলে যাচ্ছে। সেই মতো এবারের অক্ষয় তৃতীয়াতেও কিছু বিশেষ ধরনের ডিজাইন ট্রেন্ডিং হয়ে উঠেছে। 

আরও পড়ুন: কথায় কথায় খুদের ভুল ধরেন, বকাঝকা করেন? জেনে নিন আদতে কী করলে ভালো হবে ওর

আরও পড়ুন: চাঁদিফাটা গরম পড়তেই গা জুড়ে ঘামাচি! রেহাই পেতে শুধু ভরসা রাখুন ৫ টোটকায়

১. বড় ও বিশেষ ডিজাইন: নয়া ট্রেন্ডে বড় ও বিশেষ ডিজাইনের হিরের গয়নাই পছন্দ করছেন অনেকে। গ্রাহকরা এখন শুধুমাত্র ডিজাইনের দিকে নজর দিচ্ছেন এমনটা নয়। বরং হিরের আকারটাও বেশ গুরুত্ব পাচ্ছে। গ্রাহকদের এই বিশেষ পছন্দের কথাই জানান ঈশ্বর। বড় আকারের হিরের উপরে ইউনিক ডিজাইন রাখতেও পছন্দ করছেন অনেকে। এতেই বিশেষ গুরুত্ব পাচ্ছে গয়না।

২.  রঙিন পাথরের মিশেল: রঙিন পাথরের মিশেলে তৈরি গয়নাও অনেক গ্রাহকের পছন্দের তালিকায় রয়েছে। দেখা যাচ্ছে, নানা রঙের পাথরের সঙ্গে হিরের সেটিং করিয়ে বিশেষ ডিজাইনের অর্ডার দিচ্ছেন ক্রেতারা। এতে হিরের গয়না একটা আলাদা মাধুর্য পাচ্ছে। রঙের ছোঁয়ায় বিশেষ হয়ে উঠছে একটু আলাদা রকমের হয়ে উঠছে হিরের গয়না। যা রীতিমতো সবার নজর কাড়তে বাধ্য।

আরও পড়ুন: সিগারেট বিড়ি ছাড়তে অনেক কসরত করেছেন? লাভ হয়নি? এই ৪ টোটকা জানেন না বলেই হয়তো

আরও পড়ুন: হঠাৎই মা অসুস্থ! অ্যাম্বুলেন্স ডেকে কামাল ৫ বছরের খুদের, পুরষ্কার পেয়ে কী জানাল

৩. হিরে: শুধুই তো নিজের জন্য নয়, নানারকম উৎসবেও হিরের উপহার দেওয়ার রীতি রয়েছে। সেই দিক থেকে হিরের চাহিদা এখনও জ্বলজ্বলে। খুব চাকচিক্য বা ডিজাইন ছাড়াই হিরের নিজস্ব দ্যুতি পছন্দ  করেন অনেকেই। শুধু অক্ষয় তৃতীয়া উপলক্ষে যারা হিরে কিনছেন, তাদের মধ্যে এমন হিরে বেশি জনপ্রিয়। ফলে সেই হিরেও কিন্তু চাহিদায় তুঙ্গেই রয়েছে এই বছরের অক্ষয় তৃতীয়ায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup