Amit Shah: জাঁকজমকপূর্ণ রবীন্দ্রসন্ধ্যায় থাকবেন অমিত শাহ, নৃত্যে ঋতুপর্ণার সঙ্গে আর কারা?

এবার সম্ভাবনা বাস্তবায়িত হতে চলেছে। পয়লা বৈশাখের সফরের পর বাংলার আবেগকে ধরতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তিনি শুধু আসছেনই না বরং বাংলার বুকে সাংস্কৃতিক কর্মসূচিতে যোগ দেবেন শাহ। ২৫ বৈশাখে বাংলায় রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন করবেন অমিত শাহ। সেদিন কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বিজেপি। যেখানে সম্ভবত নৃত্য পরিবেশন করবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ভারতের প্রাক্তন বাঙালি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরায় এখন ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য ব্রাত্য হয়েছে। তাই রবীন্দ্রসন্ধ্যায় বিকল্প ঋতুপর্ণা বলে সূত্রের খবর।

এদিকে এই সাংস্কৃতিক সন্ধ্যাকে জাঁকজমকপূর্ণ করতে আরও কয়েকজন শিল্পীকে রাখা হচ্ছে। ঋতুপর্ণা ছাড়াও অনুষ্ঠানে থাকবেন শিল্পী তনুশ্রী শঙ্কর, সোমলতা আচার্য, মেধা বন্দ্যোপাধ্যায়–সহ আরও কযেকজন। ৯ মে বিকেলে এই অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ‘খোলা হাওয়া’। এই সংগঠনটি গড়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। আগে এই সংগঠন একটি জনপ্রিয় অনুষ্ঠানের আয়োজন করেছিল। যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ‘কাশ্মীর ফাইল্‌স’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বলিউড অভিনেতা অনুপম খেরকেও দেখা গিয়েছিল।

অন্যদিকে বিজেপি সূত্রে খবর, আগামী ৮ মে অমিত শাহ বাংলায় আসবেন। আর তিনি মুর্শিদাবাদে জনসভা করবেন সেদিন। সংখালঘু ভোটব্যাঙ্ক ধরতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর–দক্ষিণ দিনাজপুরকে সামনে রেখে ঘুঁটি সাজাতে চাইছে বিজেপি। যাতে অন্তত এই তিন জেলায় গেরুয়া পতাকা ওড়ানো যায়। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বাড়তি আসন পেতে আগামী ৯ মে রবীন্দ্রজয়ন্তীতে নানা অনুষ্ঠানে যোগ দেবেন। আর সেদিন সকালে তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যেতে পারেন। সেখান থেকে বেরিয়ে সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে। আর সন্ধ্যায় অমিত শাহ যোগ দেবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত–সহ অন্যান্যরা।

সম্প্রতি তিনি বীরভূম সফরে এসেছিলেন। আর সেখান থেকে বাংলায় ৩৫টি আসন জেতার কথা বলেছিলেন। যদিও তাঁকে দেওয়া ভুল তথ্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই নিয়ে অভিযোগ জমা পড়েছে। নালিশ করা হয়েছে বঙ্গ–বিজেপির নেতাদের বিরুদ্ধে। তাই এবার এখানের রিপোর্টও তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন বলে সূ্ত্রের খবর। এবার ২৫ বৈশাখে অমিত শাহ কলকাতায় কাটাতে চলেছেন। আর এই রবীন্দ্রসন্ধ্যা তিনি কেমন করে কাটান এখন সেটাই দেখার বিষয়।