Bizarre licking competition:কে কত ভালো চাটতে পারে? ছাত্র-শিক্ষক প্রতিযোগিতার বহর দেখে তুঙ্গে নিন্দার ঝড়

কে কত ভালো চাটতে পারে? চেটে চেটে প্রমাণ করতে হবে সেটাই। ছাত্র-শিক্ষক এমন প্রতিযোগিতার বহর দেখে রীতিমতো তুঙ্গে উঠেছে নিন্দার ঝড়। সম্প্রতি আমেরিকার একটি মিডল স্কুলে এমন প্রতিযোগিতারই আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতাই এবার সমালোচনার ঝড় তুলল সারা বিশ্বে। গত ৩১ মার্চ ওয়াশিংটনের কেনেউইকের ডেজার্ট হিলস মিডল স্কুলে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতাতেই একটা কাচের দুই পাশে লাগানো খাবার চাটার নিদান দেওয়া হয়। একদিক থেকে শিক্ষক দৌড়ে গিয়ে ওই কাঁচে লেগে থাকা মার্শম্যালো চাটবেন। অন্যদিক থেকে একজন ছাত্র ছুটে গিয়ে ওই কাঁচে লেগে থাকা মার্শম্যালো চাটবে। যে আগে চেটে পুরোটা খেতে পারবে সেই জিতবে এই খেলায়।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এই গোটা ঘটনার তদন্ত করে দেখছে কেনেউইক স্কুল ডিস্ট্রিক্ট। কেন বা কীভাবে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করা হল, তারই তদন্ত করা হয়। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, সমবেত দর্শকরা রীতিমতো অস্বস্তিসূচক শব্দ প্রকাশ করছে। ‘এহ’, ‘বিরক্তিকর’, ‘খুব বাজে’‘এসব কী হচ্ছে’ ধরনের কথা বার্তা মাঝে মাঝেই ভেসে আসছিল দর্শকদের আসন থেকে। কিন্তু সেই দিকে কোনও ভ্রুক্ষেপ নেই প্রতিযোগীদের। শিক্ষক যেমন ছুটে গিয়ে মার্শম্যালো চাটছেন, তেমনই পড়ুয়ারাও।


এই ঘটনায় বেশ বিরক্ত ওই স্কুলের বেশিরভাগ অভিভাবক। নেটদুনিয়ায় এমন ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বেড়েছিল উত্তেজনা। স্কুল কর্তৃপক্ষকে সরাসরি মেল করে অভিভাবকরা এমন প্রতিযোগিতা আয়োজনের কারণ জানতে চেয়েছেন‌। এমনকী আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও জানানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup