India-Bangladesh bilateral business: শুধু ডলার নয়, এবার নিজেদের মুদ্রায় বাণিজ্যিক লেনদেন করবে ভারত-বাংলাদেশ- রিপোর্ট

নিজেদের মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্যের লেনদেন শুরু করতে চলেছে ভারত এবং বাংলাদেশ। রিপোর্ট অনুযায়ী, ডলারের ভাণ্ডারের উপর থেকে চাপ কমানোর জন্য দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে ভারত নিজস্ব মুদ্রা ‘রুপি’ এবং বাংলাদেশ নিজস্ব মুদ্রা ‘টাকা’ ব্যবহার করবে। তবে পুরো রুপি এবং টাকা ব্যবহার করা হবে না। কোনও কোনও ক্ষেত্রে নিজেদের মুদ্রার মাধ্যমে বাণিজ্যিক লেনদেন করা হবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ডলারের সংকটের জেরে নিজেদের মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের জন্য দীর্ঘদিন ধরেই নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে আলোচনা চলছে। নিজেদের মুদ্রার মাধ্যমে লেনদেনের জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবে বাংলাদেশের সোনালি ব্যাঙ্ক এবং ইস্টার্ন ব্যাঙ্ক। একইভাবে বাংলাদেশের দুটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক।

আরও পড়ুন: সাংহাই অটো শো-তে আইসক্রিম পেলেন না চিনারা, খাতির শ্বেতাঙ্গদের! বিতর্কে BMW

বাংলাদেশ ব্যাঙ্ক এবং অন্য়ান্য বাণিজ্যিক ব্যাঙ্কের আধিকারিকদের উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, বাণিজ্যিক লেনদেনের জন্য যে ভস্ত্রো এবং নস্ত্রো অ্যাকাউন্ট (Vostro এবং Nostro অ্যাকাউন্ট আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে) খোলা হবে, সেটার জন্য ভারত এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুমোদন লাগবে। পুরো লেনদেনের বিষয়টি নিয়ে আলোচনার জন্য চলতি মাসেই ঢাকায় যান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবং এসবিআইয়ের একটি প্রতিনিধিদল। কীভাবে রুপি এবং টাকার মাধ্যমে লেনদেন করা হবে, তা নিয়ে ১১ এপ্রিল সোনালি ব্যাঙ্ক ও ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে আলোচনা করেন তাঁরা।

সোনালি ব্যাঙ্ক লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মহম্মদ আফজল করিম বলেন, ‘ভারতের সঙ্গে টাকা এবং রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য হওয়ার ফলে মার্কিন ডলারের উপর থেকে চাপ কমবে। তার ফলে দুই দেশই লাভবান হবে।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে দুই দেশের দুটি করে ব্যাঙ্ক দিয়ে সেই লেনদেন শুরু হলেও পরবর্তীতে সেই প্রক্রিয়ায় সামিল হবে আরও একাধিক ব্যাঙ্ক।

আরও পড়ুন: বাড়ল সুদ, ২৫০ টাকা দিয়ে মেয়ের জন্য এই স্কিম খুলুন, বয়স ১৯ হলেই পাবেন ৫৬ লাখ!

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবর্ষে ভারতের সঙ্গে ১৩.৬৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামগ্রী বা পণ্য আমদানি করেছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশ থেকে দু’বিলিয়ন ডলারের সামগ্রী বা পণ্য ভারতে পাঠানো হয়েছে। এবার সেই অর্থের একাংশ নিজেদের মুদ্রায় করবে ভারত এবং বাংলাদেশ। বিষয়টি নিয়ে বাংলাদেশ-ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবদুল মতলুব আহমেদ বলেছেন, ‘যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। তবে রুপি এবং টাকার মাধ্যমে লেনদেন শুরু করতে কয়েক মাস লাগবে।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)