Minor Missing: হঠাৎ নিখোঁজ ১৩ বছরের নাবালিকা, বাড়ি থেকে কোথায় গেল?‌ তোলপাড় বোলপুর

বয়স মাত্র ১৩ বছর। আর এমন বয়সের একজন নাবালিকা নিখোঁজ হয়েছে নিজের বাড়ি থেকেই। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে বোলপুরে। কোথায় গেল এই নাবালিকা?‌ জানতে খোঁজখবর শুরু করা হয়েছে গোটা এলাকায়। শান্তিনিকেতনের মোলডাঙায় ২০২২ সালে ৫ বছরের শিশু শিবম ঠাকুরকে অপহরণ করে খুন করার ঘটনা ঘটেছিল। আর সেটা মনে পড়ে যাওয়ায় আরও আতঙ্ক দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে আবার এক নাবালিকা নিখোঁজ হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে বোলপুর জুড়ে।

ঠিক কী ঘটেছে বোলপুরে?‌ স্থানীয় সূত্রে খবর, বোলপুর থানা এলাকার তাতারপুর কলোনির বাসিন্দা ১৩ বছরের নাবালিকা। গত মঙ্গলবার থেকে ওই নাবালিকা নিখোঁজ হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তাই বোলপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন নাবালিকা পরিবারের সদস্যরা। কিন্তু চারদিন কেটে গেলেও এখনও কোনও খোঁজ মেলেনি নাবালিকার। বোলপুর থানার পুলিশ জোরকদমে তদন্ত করছে। এমনকী চলছে নানা জায়গায় তল্লাশিও। এলাকার বাসিন্দারা যাতে সজাগ থাকেন সেই অনুরোধও করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আর কী জানা যাচ্ছে?‌ ওই নাবালিকার পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে তাদের একটি গরু চুরি গিয়েছিল। তখনই এলাকার দুই যুবককে সন্দেহ করেছিলেন এবং এলাকার মানুষজনকে জানিয়েছিলেন। তারপর হঠাৎ এমন ঘটনা ঘটল। ওই নাবালিকার বাবা জানান, দু’‌সপ্তাহ আগে রাত ১টা নাগাদ দুই যুবক তাদের বাড়িতে ঢুকে পড়ে। তাঁরা সেটি টের পেতেই পালানোর চেষ্টা করে ওই দুই যুবক। কিন্তু তাদের হাতেনাতে ধরে ফেলতেই রীতিমতো হুমকি দিয়েছিল যুবকরা। চরম ক্ষতি করে দেওয়া হবে বলে সেই হুমকি দিয়েছিল। তাই মেয়েকে ওই দুই যুবক অপহরণ করেছে বলে মনে হচ্ছে। যেটা পুলিশ জানিয়েছেন নাবালিকার পরিবার।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, নাবালিকা মঙ্গলবার থেকে নিখোঁজ। এটা অপহরণ না নেপথ্য অন্য কোনও ঘটনা রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকার ছবি সব থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশও তদন্তে নেমেছে। পরিবার মিসিং ডায়েরি করেছে। ১৩ বছরের মেয়ে বাড়ি থেকে উধাও নিয়ে ভাবিয়ে তুলেছে। এলাকার অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হয়েছে। নাবালিকার বাবার সন্দেহ ওই দুই যুবক পুরো ঘটনার সঙ্গে জড়িত। তাই ওই দুই যুবককেও খোঁজা হচ্ছে। পরিবারের মুখ থেকে ওই দুই যুবকের শারীরিক বিবরণ শোনা হয়েছে। সেটাও অন্যান্য থানায় জানিয়ে দেওয়া হয়েছে।