NCPCR at Kaliaganj: অসহযোগিতার অভিযোগ, জেলাশাসকের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ জানাবে NCPCR

কালিয়াগঞ্জ সফরে অসহযোগিতার অভিযোগ তুলে উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ জানাতে চলেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন। রবিবার রায়গঞ্জ ছাড়ার আগে একথা জানান কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। তাঁর অভিযোগ, নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে ৪ ঘণ্টা অপেক্ষা করলেও সেই রিপোর্ট তাঁকে পাঠানোর ব্যবস্থা করেননি জেলাশাসক।

প্রিয়ঙ্ক কানুনগো জানিয়েছেন, নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে আমি ৪ ঘণ্টা অপেক্ষা করেছি। কিন্তু আমার কাছে রিপোর্ট পাঠানো হয়নি। আমি নিজে জেলাশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জেলাশাসকের নামে অভিযোগ জানাব। উনি সিভিল সার্ভিস আইন ভঙ্গ করেছেন। মুখ্যসচিবকে আমি একথা জানিয়ে দিয়েছি।

নিয়ম অনুসারে কেন্দ্রীয় কোনও প্রতিনিধিদল রাজ্য সফরে এলে রাজ্যের কোনও আধিকারিককে সেখানে হাজির থাকতে হয়। রবিবার NCPCR-এর প্রতিনিধিদের সঙ্গে কেউ হাজির ছিলেন না বলে অভিযোগ।

এদিনও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে কেন্দ্রীয় কমিশনের সংঘাত চরমে পৌঁছয়। কেন্দ্রীয় কমিশনের বিরুদ্ধে টুইট করে রাজ্য কমিশন অভিযোগ করে, তারা রাজ্য কমিশনের প্রতি অবমাননাকর আচরণ করছে। এমনকী তারা এলাকায় প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগ করা হয় টুইটে।

যদিও প্রিয়ঙ্ক কানুনগো নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে বলেন, তদন্ত ঠিক মতো হচ্ছে না। পুলিশ এখনো নিহত নাবালিকার পরিবারের কারও বয়ানই নেয়নি। তার আগেই তারা বলে দিচ্ছে এটা বিষক্রিয়ায় আত্মহত্যার ঘটনা। এমনকী রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী একে আত্মহত্যার ঘটনা বলে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন।