কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা কার হাতে দেবেন? অডিশন নিচ্ছেন বিশ্বের ধনীতম ব্যক্তি

পঞ্চ পাণ্ডবের মধ্যে রাজ্যপাটের দায়িত্ব কে পাবেন? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন বিশ্বের ধনীতম ‘বাবা’। না, হেঁয়ালি করছি না। Louis Vuitton (LVMH) এর চেয়ারম্যান এবং CEO বার্নার্ড আর্নল্টের বর্তমান অবস্থা অনেকটা তেমনই। বর্তমানে পাঁচ সন্তানের মধ্যে কে সবচেয়ে যোগ্য উত্তরসূরী, সেটাই বোঝার চেষ্টা করছেন তিনি। আর সেই পর্যালোচনার পদ্ধতিও অভিনব। আরও পড়ুন: Guchhi Mushrooms: ৩০ হাজার টাকা কেজি দাম মাশরুমের! কারণ জানলে অবাক হবেন

লুই ভিটনের সদর দফতরে, একটি প্রাইভেট ডাইনিং রুম রয়েছে। সেখানেই মধ্যাহ্নভোজনের সময়ে সন্তানদের ডেকে নিচ্ছেন ফ্যাশানের রাজা। খেতে খেতেই করছেন আলোচনা। রীতিমতো আইপ্যাডে তালিকা বানিয়ে করছেন প্রশ্নোত্তর। তাতে সবচেয়ে ভাল জবাব দেওয়া সন্তানের হাতেই তাঁর বিশাল সাম্রাজ্য তুলে দেবেন লুই ভিটন কর্তা।

মার্কিন সংবাদমাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নাল(WSJ)-এর প্রতিবেদন অনুযায়ী, বার্নার্ড আর্নল্ট টেবিলের চারপাশে ঘুরে ঘুরে তার পাঁচ সন্তানকে নানা প্রশ্ন করছেন। শুধু তাই নয়। সংস্থার অভিজ্ঞ, বিশ্বস্ত ম্যানেজারদের থেকেও এই বিষয়ে মতামত চাইছেন তিনি।

এখনও পর্যন্ত এই পরীক্ষার কোনও আপডেট নেই। এই বিশাল ব্যবসার উত্তরসূরী কে হবেন, তা এখনও স্থির করেননি বার্নার্ড আর্নল্ট। তবে আপাতত খালি সামান্য ইঙ্গিতমাত্রই দিয়েছেন তিনি। তাঁর কথায়, যোগ্যতার ভিত্তিতেই নির্বাচন করা হবে।

WSJ-এর রিপোর্টে বলা হয়েছে এই বৈঠকের মাধ্যমেই বেছে নেওয়া হবে লুই ভিটন সাম্রাজ্যের পরবর্তী কর্তা। প্রায় কয়েক দশকের দীর্ঘ পরিকল্পনার অংশ এটি।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বার্নার্ড আর্নল্ট গত বছরের শেষের দিকে টেসলার সিইও ইলন মাস্ককে টপকে যান। নেট ওয়ার্থের নিরিখে এই নীল গ্রহের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। সূচক অনুসারে, ১৯ এপ্রিল তাঁর মোট সম্পদের অঙ্ক ছিল ২০৮ বিলিয়ন মার্কিন ডলার।

বার্নার্ড আর্নল্ট বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিটনের প্রায় অর্ধেকের মালিক। ১৯৮৯ সালে তিনি LVMH-এ নিয়ন্ত্রণকারী অংশীদারিত্ব পান। সংস্থার অধীনে লুই ভিটন, বুলগারি, টিফানি, সেফোরা, TAG হুয়ের এবং ডম পেরিগনন শ্যাম্পেনের মতো নামীদামী ব্র্যান্ড রয়েছে।

ইতিমধ্যেই অবশ্য সন্তানদের কোম্পানির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন তিনি। বড় ছেলে ডেলফাইনের হাতে ক্রিশ্চিয়ান ডিওরের দায়িত্ব তুলে দিয়েছেন। হোল্ডিং ফার্ম পরিচালনার কাজ দেওয়া হয়েছে তার ভাই অ্যান্টোইনকে। ফ্রেডেরিক আর্নল্ট হলেন ট্যাগ হুয়েরের সিইও। আলেকজান্ডার আর্নল্ট টিফ্যানির একজন এক্সিকিউটিভ। সবচেয়ে ছোট জিন আর্নল্ট লুই ভিটনের ঘড়ির সেগমেন্টের মার্কেটিং এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছেন। আরও পড়ুন: নিলামে এই নম্বরপ্লেটের দাম উঠল ১২২.৬ কোটি টাকা! কী এমন স্পেশাল ব্যাপার আছে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup