Fly Dubai plane ‘caught fire’: মাঝ-আকাশে জ্বলছে দুবাইগামী বিমান, কাঠমাণ্ডু থেকে টেক-অফের পরেই আগুন – Fly Dubai aircraft has reportedly caught fire upon taking off from Kathmandu airport

টেক-অফের পরেই আগুন ধরে গেল ফ্লাই দুবাইয়ের একটি বিমানে। যে বিমানে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, কাঠমাণ্ডু বিমানবন্দর থেকে ওড়ার পরেই ফ্লাই দুবাইয়ের বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্লাই দুবাইয়ের কাঠমাণ্ডু-দুবাই বিমান আপাতত স্বাভাবিক আছে এবং দুবাইয়ের দিকে রওনা দিয়েছে।

সোমবার রাতের দিকে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার পরেই ফ্লাই দুবাইয়ের বোয়িং বিমানে আগুন ধরে যায়। সেই পরিস্থিতিতে কাঠমাণ্ডু বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে ওই বিমান। তৈরি রাখা হয় দমকল বাহিনীকে। 

আরও পড়ুন: Fighting on flight Viral Video: বাংলাদেশের বিমানে জামা খুলে ঘুষি যুবকের, পালটা থাপ্পড় ব্যক্তির, ভাইরাল ভিডিয়ো

আবার ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, উড়ানের কিছুক্ষণ পরেই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে কাঠমাণ্ডুর আকাশে বিমানে আগুন ধরার দৃশ্য দেখেছেন। বিমানটি প্রাথমিকভাবে কাঠমাণ্ডুতে ফিরে আসে এবং কাঠমাণ্ডু বিমানবন্দরে ‘ফোর্স ল্যান্ডিং’-র চেষ্টা করে।

পরে নেপালের পর্যটন মন্ত্রককে উদ্ধৃত করে ওই সংবাদসংস্থায় জানানো হয়েছে, ওই বিমানটি দুবাইয়ের দিকে উড়ে গিয়েছে। একইভাবে নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষকে উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফ্লাইট দুবাইয়ের ফ্লাইট নম্বর ৫৭৬ (বোয়িং ৭৩৭-৮০০) স্বাভাবিক আছে। আপাতত দুবাইয়ের দিকে রওনা দিয়েছে বিমান।

আরও পড়ুন: Nepal Plane Crash: ল্যান্ডিংয়ের ১০-২০ সেকেন্ড আগে ভেঙে পড়ে নেপালের বিমান, ৭২ জনের মধ্যে উদ্ধার ৬৮ দেহ

বিমানে কতজন যাত্রী ছিলেন? পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওই বিমানে ১৫০ জনের বেশি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫০ জন নেপালি বলে ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)