Threat looming over Tapas Saha: তাপসের হয়ে টাকা তুলতেন প্রবীর কয়াল, হয়েছে মোটা টাকার লেনদেন, বলছে CBI

নিয়োগ দুর্নীতির তদন্তে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার সঙ্গে তাঁর প্রাক্তন PA প্রবীর কয়ালের লেনদেন খতিয়ে দেখছে সিবিআই। সূত্রের খবর, ২০১৬ থেকে ২০২২ এর এপ্রিল পর্যন্ত দফায় দফায় প্রবীরের অ্যাকাউন্ট থেকে তাপসের অ্যাকাউন্টে ২ কোটি টাকা পাঠানো হয়েছে। গোয়েন্দাদের অনুমান, প্রবীরের অ্যাকাউন্টে চাকরি বিক্রির টাকা গচ্ছিত রাখতেন তাপস।

গত শুক্রবার তাপস সাহার বাড়িতে ১৬ ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই। জিজ্ঞাসাবাদ করে বিধায়ককে। এর পর তাপসবাবুর ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তারা। বাজেয়াপ্ত করে বেশ কিছু নথি। শনিবার সকালে তাপস সাহার বাড়ি ছাড়ে সিবিআইয়ের ৭ সদস্যের দল।

শুক্রবারই রাতে তাপস সাহার প্রাক্তন PA প্রবীর কয়ালের বাড়িতে যায় সিবিআই। সেখানে প্রবীরকে জেরা করেন তাঁরা। এর পর প্রবীর সাংবাদিকদের জানান, চাকরি দেওয়ার নাম করে তাপস সাহা আমাকে টাকা তুলতে বলতেন। যা করেছি তাপস সাহার নির্দেশে করেছি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম – দশম, একাদশ – দ্বাদশে শিক্ষক নিয়োগের নামে তো বটেই, এমনকী পুলিশে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছেন তাপস সাহা। টাকা তুলেছেন রেশনের ডিলারশিপ পাইয়ে দেওয়ার নাম করে। গোয়েন্দাদের অনুমান, চাকরি বিক্রির টাকা প্রবীরের অ্যাকাউন্টে গচ্ছিত রাখতে তাপসবাবু। ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত প্রবীরের ২টি অ্যাকাউন্ট থেকে তাপসের অ্যাকাউন্টে যথাক্রমে ১ কোটি ৪২ লক্ষ ও ৬২ লক্ষ টাকা পাঠানো হয়েছে।

প্রবীর কয়াল স্পষ্ট জানিয়েছেন, টাকা তুলে দেওয়ার বিনিময়ে তাপসবাবু তাঁকে ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন। সেই টাকায় বাড়ি করেছেন তিনি।

ওদিকে তাপস সাহার বিরুদ্ধে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তদন্ত কেন বন্ধ হয়ে গেল তাও জানতে চায় সিবিআই। সেজন্য রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা।