Viral Video of Fire in Plane: মাঝ আকাশে আগুন বিমানে, ভাইরাল গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো

মাঝ আকাশে আগুন লেগে গেল এক মার্কিন বিমানের। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, টেকঅফের কিছু পরই বিমানে পাখির বাড়ি লাগে। এরপর ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। পরে আগুন লাগে বিমানের ডান ইঞ্জিনে। যাত্রীবাহী বিমানটিকে এরপর তড়িঘড়ি বিমানবন্দরে ফিরিয়ে আনেন পাইলট। ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। তবে মাঝ আকাশে এভাবে বিমানে আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ায় সবাই স্বস্তির নিশ্বাস ফেলেছে। (আরও পড়ুন: অপেক্ষা ২৮ এপ্রিলের, ডিএ নিয়ে বড় খবর পেতে চলেছেন সরকারি কর্মীরা)

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সকালে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, স্থানীয় সময় রবিবার সকাল ৭টা ৪৫মিনিটে বিমানটি ওহায়োর জন গ্লেন কলম্বিয়াস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়ে ফিনিক্সের উদ্দেশে রওনা দিয়েছিল। টেকঅফের কিছু পড়েই বিমানটি যখন আপার অ্যারিংটনের আকাশে, তখন ইঞ্জিন থেকে আগুন বেরোতে দেখা যায়। দ্য আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি এরপর ওহায়োর দিকে ফিরে যায়। জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয় জন গ্লেন কলম্বিয়াস আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিকের কাছে। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই আপতকালীন কর্মীরা আগুন নেভানোর কাজে লেগে পড়েন। (আরও পড়ুন: ২৪-২৫ বৃষ্টির পর দু’দিনের বিরতি, তারপর ফের ভিজবে কলকাতা, পারদ চড়বে কবে?)

এদিকে সকল যাত্রীকেই নিরাপদে বিমানের থেকে বের করে আনা সম্ভব হয়। কিছুক্ষণের মধ্যে বিমানের আগুনও নিয়ন্ত্রণে চলে আসে। এর ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সবাই। জানা গিয়েছে, যে বিমানে আগুন লেগেছিল, সেটি বোয়িং ৭৩৭ ছিল। ঘটনাটির ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানের ডানদিকের ইঞ্জিনের থেকে থেকে থেকে আগুনের গোলা বেরোচ্ছে। এমত অবস্থায় মাঝ আকাশে বিমানে বিস্ফোরণও ঘটতে পারত বলে আশঙ্কা। তবে পাইলটের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন বিমানের সব যাত্রী।

এদিকে ঘটনা প্রসঙ্গে এক বিমানযাত্রী এনবিসি ৪ খবরের চ্যানেলকে বলেন, ‘আচমকাই একটি বিকট আওয়াজ শোনা গিয়েছে। পাইলট আমাদের জানান যে হাঁসের ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগে বিমানের। টেকঅফের কিছু পরই এই ঘটনা ঘটে। এরপরই বিমানের ইঞ্জিন থেকে বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়। ইঞ্জিনে আগুন লেগে যায়। পরে আমাদের নিরাপদে অবতরণ করানো হয় এবং বিমান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সকালেই পরের একটি বিমানে আমাদের গন্তব্যে নিয়ে যাওয়া হয়।’