Al-Qaeda: সন্দেহভাজন আল কায়দা জঙ্গি গ্রেফতার, বানচাল নাশকতার পরিকল্পনা, বড় সাফল্য এসটিএফের

বাংলায় বড় নাশকতার ছক কষা হয়েছিল। কিন্তু রাজ্য পুলিশের এসটিএফ সন্দেহভাজন আল–কায়দা জঙ্গিকে গ্রেফতার করে সেটা ভেস্তে দিল। আর জানা গেল বাংলায় আবার আল–কায়দা জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। দাদপুর থানা এলাকা থেকে এসটিএফ গ্রেফতার করেছে ওই সন্দেহভাজন জঙ্গিকে। বহুদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ। তবে নাগাল পাচ্ছিল না। এখন তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর।

এসটিএফ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম নাসিমুদ্দিন শেখ। সোমবার বেশি রাতে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে নাসিমুদ্দিন শেখকে। আল–কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল এই ব্যক্তি। এই গ্রেফতার হওয়া নাসিমুদ্দিন শেখ আসলে খড়গ্রামের বাসিন্দা। কিন্তু গোপনে এদিক–ওদিক ঘুরে বেড়াত নাশকতার জাল তৈরি করতে। সম্প্রতি সে দাদপুরে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল। একবছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল এই ব্যক্তি। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে হানা দেয় এসটিএফ। আর তাতেই ধরা পড়ে যায় এই সন্দেহভাজন জঙ্গি।

এদিকে নাসিমুদ্দিন শেখের কাছ থেকে বেশ কয়েকটি নথি উদ্ধার হয়েছে। যা খতিয়ে দেখে তদন্তকারীরা বুঝতে পারছেন এখানে নাশকতার ছক কষা হচ্ছিল। এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত বলে মনে করা হচ্ছে। তাই জেরা পর্ব চলছে। আগে গ্রেফতার হওয়া কয়েকজন আল–কায়েদা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল নাসিমুদ্দিন শেখের। গ্রেফতার হওয়া নাসিমুদ্দিনকে আগামীকাল, বুধবার বারাসত আদালতে পেশ করা হবে। তারপর আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আর কী জানা যাচ্ছে?‌ অন্যদিকে নভেম্বর মাসে একজনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। তার নাম মনিরুদ্দিন খান। এই ব্যক্তির সঙ্গে আল–কায়দার যোগ ছিল বলে পুলিশ খবর পায়। তাঁকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকে। সেটা পরীক্ষা করে নাসিমুদ্দিনের নাম সামনে আসে। এছাড়া আরও কিছু তথ্যও হাতে এসেছে এসটিএফের। তাই রাজ্যজুড়েই জাল ছড়িয়ে রেখেছে এসটিএফ। যাতে নাসিমুদ্দিন ধরা পড়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ডায়মন্ড হারবার থেকে আল–কায়দা জঙ্গি সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার সবার মধ্যে যোগসূত্র ছিল কিনা সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup