Joe Biden in 2024 Election: মার্কিন মুলুকের ভোটে রাষ্ট্রপতির দৌড়ে ফের বাইডেন, বড় ঘোষণা ভিডিয়ো মারফৎ

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ফের একবার ভোটের লড়াইতে নামছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২৪ সালে ফের তিনি পার্টির হয়ে এই লড়াইতে নামছেন বলে ঘোষণা করে দিলেন। এক ভিডিয়ো পোস্ট করে এই বড় ঘোষণা করেন আমেরিকার রাষ্ট্রপতি। তাঁর শারীরিক অবস্থা সমেত একাধিক ইস্যু নিয়ে বাইডেন সম্পর্কে প্রশ্ন তুলেছিল বিরোধীরা। তবে তা নস্যাৎ করে ফের ভোটে দাঁড়াবার ঘোষণা করেন তিনি।

নিজের প্রচারের পারদ চড়িয়ে জো বাইডেন তাঁর বার্তায় সাফ জানান, আমেরিকার সামনে প্রশ্ন হল, আসন্ন সময়ে নাগরিকরা স্বাধীনতা চান, নাকি কম স্বাধীনতা চান। এছাড়াও তাঁর প্রশ্ন ‘আরও অধিকার চান নাকি আরও কম অধিকার?’ ভিডিয়োতে মার্কিন প্রেসিডেন্ট জানান, যে তিনি কেন চাইছেন আরও একটি মার্কিন নির্বাচনে লড়াই করতে? তিনি সাফ জানান, ‘এটা আত্মতুষ্টির সময় নয়।আর তাই আমি পুর্ননির্বাচন চাইছি (আমার)। কারণ আমি আমেরিকাকে জানি, আর আমরা ভালো আর ভদ্র মানুষ। আমরা এখনও একটা এমন দেশ যারা সততা , মর্যাদা ও সকলকে সম্মান দিয়ে চলায় বিশ্বাসী।’ উল্লেখ্য, আমেরিকার নির্বাচনে ফের একবার জো বাইেন নির্বাচিত হলে তিনি দ্বিতীয় বারের জন্য মার্কিন গদিতে বসতে চলেছেন। এর আগে ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন মসনদে বসেন। তারপর থেকে ঘরোয়া ও আন্তর্জাতিক একাধিক প্রাসঙ্গিক সিদ্ধান্ত নিয়েছেন এই বর্ষীয়ান নেতা।

মার্কিন রাজনীতিতে তাঁর ভবিষ্যৎ কোনপথে যেতে চলেছে তা নিয়ে জল্পনা ছিল বহু দিনই। সেই জল্পনা নিয়ে কার্যত নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যে ভিডিয়ো মারফৎ এদিন তিনি নিজের ভোটে দাঁড়ানোর ঘোষণা করেন, সেখানে ৬ জানুয়ারি ক্যাপিটোল হিল-এ দাঙ্গা  থেকে শুরু করে গর্ভপাত নিয়ে অধিকার সংক্রান্ত না না ঘটনা তুলে ধরেছেন। তাঁর সরকারের নানান ভালো দিক, প্রশাসনিত স্তরে নানা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন জো বাইডেন। আমেরিকারয় একাধিক নতুন নতুন আইনগত বন্দোবস্তের নিরিখে তাঁর সরকার কোনপথে চলেছে, তার খতিয়ান দেন জো বাইডেন। আর সেই বার্তা দিয়েই নিজের ভোট প্রচারে ঝড় তুললেন বাইডেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup