Stray Dog: পথকুুকুরকে পিটিয়ে খুন দিল্লিতে, নিন্দায় DCW, মামলা করল পুলিশ

নিশা আনন্দ

মধ্য় দিল্লির করোলবাগ এলাকায় একটি পথকুকুরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছিল। রবিবারের ঘটনা। এব্যাপারে করোলবাগ থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক পশুপ্রেমী। ক্যামেরায় ধরা পড়েছিল সেই ঘটনা। সেখানে দেখা গিয়েছিল কয়েকজন নির্বিচারে সেই কুকুরটিকে বেদম মারধর করছে। সেই ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। 

এদিকে এক সিনিয়র পুলিশ আধিকারিক তদন্তে নেমে জানতে পারেন ওই কুকুরটি এলাকার অনেককে কামড়়ে দিয়েছিল। তার জেরেই সম্ভবত তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। তবে এই পিটিয়ে সারমেয় হত্য়া করার সেই ভিডিয়োটি অত্যন্ত কষ্টের। সেকারণে হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হল না।

ডেপুটি কমিশনার অফ পুলিশ ( সেন্ট্রাল) সঞ্জয় কুমার জৈন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় মামলা করা হয়েছে। প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমালস অ্য়াক্টে এই মামলা করা হয়েছে। তিনি জানিয়েছেন, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। । পাশাপাশি তাদেরকে চিহ্নিত করা সম্ভব হলে তাদেরকে গ্রেফতার করা হবে।

এদিকে দিল্লি কমিশন ফর ওমেন চিফ স্বাতী মালিওয়াল এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

তিনি হিন্দিতে একটি টুইট করেছেন। যেখানে তিনি দাবি করেছেন, দিল্লির করোলবাগ এলাকায় একটি অবলা প্রাণীকে এভাবে পিটিয়ে খুন করা হয়েছে। এই ভিডিয়ো দেখে আমার হৃদয় একেবারে খানখান হয়ে গিয়েছে। কে মানুষ আর কে প্রাণী এটাই জানার চেষ্টা করছি আমি। এই নিষ্ঠুর লোকগুলোর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। তবে তিনি এই ভিডিয়োটি শেয়ার করার আগে ডিসটার্বিং কনটেন্ট লেখা লেবেল যুক্ত করেছেন।

এদিকে কলকাতায় আবার প্রচন্ড গরমে একের পর এক পথকুকুরের মৃত্যুর খবর সামনে এসেছে। মূলত হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে তাদের। ভয়ঙ্কর গরম। দুপুরে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। গলে যাচ্ছে রাস্তার পিচ। সেই অবস্থায় হিট স্ট্রোকে একের পর এক সারমেয়র মৃত্যু। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইতিমধ্যেই ৮৫টি কুকুরকে উদ্ধার করেছে যাদের মধ্যে হিট স্ট্রোকের লক্ষণ ছিল। তাদেরকে কোনও রকমে উদ্ধার করা হয়েছে। একাধিক কুকুরের রেসকিউ সেন্টারে আনার পথেই মৃত্যু হয়েছে।

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পশু চিকিৎসক ও সারমেয় প্রেমীরা জানিয়েছেন, ঘরের বাইরে ওদের খাওয়ার জন্য একটু জল রেখে দিন। যদি দেখেন এমন কুকুর কষ্ট পাচ্ছে তবে ওকে ছায়ার জায়গা থেকে সরিয়ে দেবেন না।

পুরসভার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত দু সপ্তাহ ধরে একের পর সারমেয়র প্রচন্ড গরমের জেরে মৃত্যু হয়েছে। একেবার ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ছে। ধাপা পশু খামারের কাছে বার বার ফোন আসছে কোথাও হয়তো কুকুরটি অস্বাভাবিক আচরণ করছে, কোথাও আবার নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে।