West Bengal Mountaineer Piyali Basak Shares Her Annapurna Climbing Experience Getting Ready For Mount Malaku


সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : অন্নপূর্ণা জয় করে ঘরে ফিরেছেন পিয়ালি বসাক (Piyali Basak)। ১৭ই এপ্রিল বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গে পৌঁছে রেকর্ড গড়েন চন্দননগরের পর্বতারোহী (Mountaineer)। কেমন ছিল সেই অভিজ্ঞতা, গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনানোর পাশাপাশি পিয়ালি তৈরি হচ্ছেন তাঁর পরের লক্ষ্যপূরণে। এবার তার লক্ষ্য মাউন্ট মাকালু (Mount Makalu)।

কীভাবে অন্নপূর্ণা জয় ?

দুর্গম শৃঙ্গের প্রতি তাঁর অমোঘ আকর্ষণ। সেই শৃঙ্গ জয়ের টানেই বারবার ঘর ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। এবারও বেরিয়েছিলেন। ফিরলেন বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ জয় করে। প্রতিকূলতার পাহাড় অতিক্রম করে অন্নপূর্ণার শিখর ছুঁলেন হুগলির চন্দননগরের মেয়ে পিয়ালী বসাক। দশম উচ্চতম শৃঙ্গ হলেও, অন্নপূর্ণা জয় বরাবরই পর্বতারোহীদের কাছে কঠিন ধাপ। সেই লক্ষ্য নিয়ে গত ৯ মার্চ, পাড়ি দিয়েছিলেন পিয়ালী। আবহাওয়া, দুর্গম পথ কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাঁর স্বপ্নের পথে। গত ১৭ এপ্রিল সোমবার সকালে ৮ হাজার ৯১ মিটার উঁচু অন্নপূর্ণা পর্বতশৃঙ্গে পৌঁছে রেকর্ড গড়েন। অভিজ্ঞতা ভাগ করে নিয়ে পিয়ালি বলেছেন, ‘এতটাই শক্ত বরফ ছিল যে জুতোয় লাগানো লোহার কাঁটা সেখানে কোনোভাবেই দাঁড়াচ্ছিল না। যেখানে জীবনের ঝুঁকি রয়েছে, সেখানে পরিকল্পনার অভাবের জন্যই আমার বিনা অক্সিজেনে শৃঙ্গ জ

য় করা হাতছাড়া হল।’  

একাধিক শৃঙ্গ জয়

এর আগে মানাসুলু, ধৌলাগিরি, লোৎসের মতো একাধিক শৃঙ্গ জয় করেছেন এই বঙ্গতনয়া। ২০২২ সালে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে পৌঁছে রেকর্ড গড়েন পিয়ালি বসাক। এবার তাঁর লক্ষ্য ৮ হাজার ৪৬৩ মিটার উঁচু মাকালু। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ। তাই সাহায্যের আর্তি নিয়ে পিয়ালি বলেছেন, ‘রাজ্য ও কেন্দ্রের কাছে আবেদন একটু সাহায়্য করলে দেশের মুখ উজ্জ্বল করব’। প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল মাকালু অভিযানে বেরোচ্ছেন পিয়ালি। যে অভিযানে খরচ প্রায় ১৬ লক্ষ টাকা।

পাহাড় চড়ার টানে একের পর এক আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েন পিয়ালি। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেন। তারপর ২০২১ সালে সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেছিলেন। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছিল খারাপ আবহাওয়ার জন্য । ২০২২ সালের ২২শে মে পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালি। তার দুই দিন পরেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়া ট্রোলিং থেকে সিনেমায় পদার্পণ, ‘ফাটাফাটি’ সাক্ষাৎকারে বৈশাখী বন্দ্যোপাধ্যায়