অভিষেকের ‘নব জোয়ার’এর মধ্যেই কোচবিহারে একসঙ্গে তৃণমূল ছাড়লেন ৩২ জন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলাসফরের মধ্যেই কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলে তুফান। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মাথাভাঙায় তৃণমূলে নব জোয়ার আনার ডাক দিচ্ছেন তখনই দল ছাড়লেন ৩২ জন নেতাকর্মী। অভিযোগ, দলে গুরুত্ব পাচ্ছেন না তাঁরা।

মঙ্গলবার তুফানগঞ্জের ধলপল এলাকায় গণইস্তফা দিলেন তৃণমূলের ৩২ জন পদাধিকারী। এর মধ্যে বুথ সভাপতি, অঞ্চল সাধারণ সম্পাদক, ব্লক কমিটির সদস্যরা রয়েছেন। সভা ডেকে সাধারণ মানুষকে তৃণমূল ত্যাগের সিদ্ধান্তর কথা জানান তাঁরা। তুলে ধরেন ইস্তফাপত্র।

ইস্তফা দেওয়ার পর এক নেতা জানান, তৃণমূল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাঠের নেতাদের আর দলে কোনও দাম নেই। কিন্তু তারাই দলটা তৈরি করেছিল। দল এখন স্যুট বুট পরা নেতাদের কথায় চলে। আমরা কৃষিজীবী। আমাদের জায়গা আর দলে নেই। অনেকদিন আগেই সেকথা বুঝেছিলাম। তাই আমরা একত্রে দলত্যাগের সিদ্ধান্ত নিলাম। তবে ভবিষ্যতে কোন দলে যোগদান করবেন তা জানাননি তাঁরা।

অভিষেকের সফরের মধ্যেই ৩২ জন নেতার তৃণমূল ত্যাগ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির এক নেতা বলেন, ‘তৃণমূল জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। কিন্তু জনরোষের মুখে এখন তারা আর সামলাতে পারছে না। তাই নেতারা এখন ফুটো নৌকা ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন।’ যদিও স্থানীয় অঞ্চল সভাপতি জানিয়েছেন, ইস্তফার কথা জানি না।