‘পরিবেশগত স্পর্শকাতর’ এলাকায় উন্নয়নের কাজে নিষেধাজ্ঞা উঠল, কী জানাল সুপ্রিম কোর্ট?

বিভিন্ন জাতীয় উদ্যান ও সংরক্ষিত অভয়ারণ্যের লাগোয়া ১ কিলোমিটার এলাকা চিহ্নিত রয়েছে ‘পরিবেশগত স্পর্শকাতর এলাকা ’ বা ইকোসেনসেটিভ জোন হিসাবে। সেই এলাকায় উন্নয়নের কাজে ছিল নিষেধাজ্ঞা। বুধবার এক বড় রায়ে সেই নিষেধাজ্ঞা তুলে নিল সুপ্রিম কোর্ট। এর আগে, ‘পরিবেশগত স্পর্শকাতর এলাকা ’ ঘোষণা নিয়ে উদ্বেগে পড়ে কেন্দ্র ও রাজ্যগুলি। তা নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। এরপর আসে এই বড় বার্তা।

উল্লেখ্য, জাতীয় উদ্যান, জঙ্গল, অভয়ারণ্যের লাগোয়া অন্তত ১ কিলোমিটার এলাকা ‘পরিবেশগত স্পর্শকাতর এলাকা ’হিসাবে চিহ্নিত। ২০২২ সালে এই এলাকা চিহ্নিত করে যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই রায়ে খানিকটা বদল এলে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘পরিবেশগত স্পর্শকাতর এলাকা ’এর আওতায় যে কাজ হবে তা নির্দেশ করবে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন। কেন্দ্রের পরিবেশ,বন ও আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত বিভাগ এর দেখভাল করবে। ২০১১ সালের গাইডলাইন অনুযায়ী এই কর্মকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছে কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতি বিআর গাভাই এদিন এই নির্দেশ দেন। যে বেঞ্চ এই নির্দেশ দিয়েছে, সেই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি বি আর গাভাই, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কারোল। বেঞ্চ জানিয়েছে, ২০২২ সালে লাগু হওয়া এই ‘পরিবেশগত স্পর্শকাতর এলাকা ’ এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না সেখানেই, যেখানে কেন্দ্রীয় সরকারের ২০১১ সালের নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। কোর্ট জানিয়ে দিয়েছে, জাতীয় উদ্যানের ভিতর ও বাইরের ১ কিলোমিটারের মধ্যে কোনও খণিজ উত্তোলনের কাজ চলবে না।

উল্লেখ্য, ২০১১ সালের ওই গাইডলাইনে ‘পরিবেশগত স্পর্শকাতর এলাকা ’র আশপাশে বাণিজ্যিক খণিজ উত্তোলনের কাজে নিষেধাজ্ঞা ছিল, তবে সেখানে হোটেল বা পর্যটনের ভবন গড়ে তোলায় কোনও নিষেধ ছিল না। উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল যে, জাতীয় উদ্যান, জঙ্গল, অভয়ারণ্যের লাগোয়া অন্তত ১ কিলোমিটার এলাকা ‘পরিবেশগত স্পর্শকাতর এলাকা ’। সেখানে ওই বণ্য এলাকা সংলগ্ন ১ কিলোমিটারের মধ্যে কোনও কর্মকাণ্ড চলবে না। তবে সেখানে জনবসতি থাকার কথাকে মাথায় রেখে, সেই স্থানীয়দের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তার কথা বলে কেন্দ্র। তারপরই আসে সুপ্রিম কোর্টের এই বার্তা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup