AC bus in Kolkata: গ্রীষ্মের দাবদাহে আরও ১০০টি এসি বাস কলকাতায় নামাবে সরকার

গ্রীষ্মের প্রখর রোদ্রে পুড়ছে বঙ্গবাসী। কাঠফাটা রোদে বাইরে বের হতে গিয়ে ভাবতে হচ্ছে মানুষকে। কিন্তু, বাইরে না বেরিয়ে উপায় নেই। গ্রীষ্মের দাবদাহে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে অফিস যাত্রীদের। বাসে যাতায়াত করতে গিয়ে দীর্ঘ যানজটে পড়লেই গরমে হাসফাঁস অবস্থা হয়ে উঠছে যাত্রীদের। সেই কথা মাথায় রেখেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কলকাতায় আরও ১০০টি এসি বাস নামাচ্ছে রাজ্য পরিবহণ দফতর।

এই বাসগুলি হাওড়া স্টেশন, শিয়ালদহ, উল্টোডাঙ্গা, সেক্টর ফাইভ, ধর্মতলা, রুবি, যাদবপুর প্রভৃতি রুটে চলবে। অফিস টাইমে এই সমস্ত রুটে যাত্রীদের চাপ বেশি থাকায় সেখানে বাসগুলি চালানো হবে। এরফলে যাত্রীদের সুবিধা হবে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেছেন, ‘গ্রীষ্মের সময় অফিস যাত্রীদের কথা ভেবে এসি বাস চালানো হবে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের মধ্যে পর্যায়ক্রমে আরও ১০০টি এসি বাস রাস্তায় নামানো হবে। যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকে রাস্তায় এসি বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বাস ডিপোতে বর্তমানে প্রায় ৬০ শতাংশ এসি বাস রয়েছে, যার মধ্যে ৬৩টি ভলভো বাসের মধ্যে ২৫টিই রাস্তায় চলাচল করছে। বাকি ৩৫০টি অশোক লেল্যান্ড বাসের মধ্যে ১৩০টি বাস রাস্তায় চলাচল করে। একাধিক এসি বাস বিভিন্ন ডিপোতে রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে। ×যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য পরিবহণ দফতর এই সমস্ত বাস রাস্তায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, আগামী এক বছরের মধ্যেই ডিজেল-চালিত বাস পুরোপুরি বাতিল করে পরিবর্তে ১,১৮০টি ই-বাস চালু করা হবে বলে রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের আওতায় থাকা এনার্জি কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেডের (সিইএসএল) মধ্যস্থতায় রাজ্য পরিবহণ দফতরকে এই বাস জোগান দেবে টাটা মোটর্স। গত বছরই পরিবহণ নিগম ও টাটা মোটর্সের মধ্যে চুক্তি হয়েছে। পাশাপাশি রাজ্যে আরও ১০০-র বেশি সিএনজি বাস নামানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup