C V Anand Bose on Kaliagunj: কালিয়াগঞ্জ নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, মুখ্য সচিব ও ডিজিকে ফোন, পূর্ণাঙ্গ রিপোর্ট তলব

কালিয়াগঞ্জে থানায় আগুন লাগানো নিয়ে উদ্বেগ প্রকাশ করলে রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে সরাসরি ফোন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে বিস্তারিত জানতে চান রাজ্যপাল।

প্রসঙ্গত, এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে উতপ্ত কালিয়াগঞ্জ। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মঙ্গলবার এক মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি ফের উতপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একাংশ কালিয়াগঞ্জে থানায় গিয়ে থানা চত্বরে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন ছড়িয়ে পরে থানাতেও। বিক্ষোভকারীরা পুলিশকেও মারধর করে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। সেই সময় দিল্লিতে ছিলেন রাজ্যপাল বোস। তিনি সেখানে বসেই কালিয়াগঞ্জে উত্তেজনার খবর পান। তড়িঘড়ি তিনি দিল্লি সফর কাঁটছাঁট করে কলকাতা ফিরে আসেন। ফিরে তিনি মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ফোন করেন। ডিজি রাজ্যপালকে আশ্বস্ত করেন, খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে।

সূত্রের খবর, মুখ্যসচিব ও ডিজির সঙ্গে কথা বলার পাশাপাশি রাজ্যপাল উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন। তিনি বর্তমান পরিস্থিতি সস্পর্কে জানতে চান। থানায় যারা আগুন জ্বালিয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এলাকার আইনশৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে সে ব্যাপারে জেলা প্রশাসনকে সবরকম ব্যবস্থা নিতে বলেন। এর সঙ্গে কালিয়াগঞ্জের নাবালিকা মৃত্যু ও তার পরবর্তীকালে চলতে থাকা যে বিক্ষোভ, তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। পাশাপাশি মঙ্গলবার থানায় কারা, কীভাবে আগুন লাগিয়েছে তারও বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোর সঙ্গেও কথা বলেন রাজ্যপাল।

(পড়তে পারেন। কালিয়াগঞ্জ নিয়ে মুখ খুললেন মমতা, ভাঙচুরে যুক্তদের ঘরবাড়ি বাজেয়াপ্ত করতে নির্দেশ)

মঙ্গলবার থানায় ভাঙচুরের ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যারা এই ভাঙচুরের ঘটনায় জড়িত তাদের সম্পত্তি অ্যাটাচ (সম্পত্তি বিক্রি করে সরকারি সম্পত্তি নষ্টের খরচ আদায়) করার নির্দেশ দেন।  মমতার অভিযোগ, বিহার থেকে লোক এনে থানায় ভাঙচুর করা হয়েছে। এমন কী পুলিশের মেয়েদের গায়েও হাত দেওয়া হয়েছে। তিনি পুলিশকে নির্দেশ দেন এ নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার।