Little girl playing piano: এক হাতেই পিয়ানোয় কামাল একরত্তি মেয়ের, মুগ্ধ স্বয়ং মোদীও, কী লিখলেন টুইটে

একটি একটি করে লাইন গাইছে মা আর তার সঙ্গেই পিয়ানোতে সঙ্গত দিচ্ছে ছোট্ট একরত্তি। সেই সঙ্গত দেওয়ার কায়দা দেখলেই বোঝা যায়, পিয়ানোতে সে বেশ দড়। এই বয়সে কান চিনে নিয়েছে সুরের ওঠানামা। শুধু তাই নয়, মা যে লাইনগুলি একে একে গেয়ে দিচ্ছে, শুনে শুনে সেই লাইনের সুরই পিয়ানোয় তুলছে খুদে মেয়েটি। সম্প্রতি এই ভিডিয়োটিই ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়। মন জয় করে নেয় লাখ লাখ নেটিজেনদের। ভিডিয়োটি এতটাই মন মাতানো যে তা পৌঁছে গিয়েছিল প্রধানমন্ত্রীর দোরগোড়ায়। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিয়োটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেয়ার করেন তার নিজের প্রোফাইলে।

আরও পড়ুন: ৫ ব্যায়ামই ফ্যাটের যম, কখন কীভাবে করবেন জানেন কি

আরও পড়ুন: একমাসের মধ্যেই আরেক চিতার মৃত্যু মধ্যপ্রদেশের জাতীয় পার্কে! অপেক্ষা ময়নাতদন্তের

এই দিনের ভিডিয়োটিতে দেখা যায়, একটি একরত্তি মেয়ে তার মায়ের দিকে তাকিয়ে একমনে গানের কলি শুনছে। একটি করে লাইন শুনেই সেই লাইন বাজিয়ে দিচ্ছে সামনে রাখা পিয়ানোতে। প্রসঙ্গত ছোট্ট খুদের মা পাল্লাভাগালা পাল্লাভিয়ালি গানটি গাইছিলেন। বিখ্যাত কন্নড় কবি নরসিমাহ স্বামীর লেখা এই গান। জানা যায়, ভিডিয়োটিতে যে খুদে প্রতিভা দক্ষ হাতে পিয়ানো বাজিয়ে মনোরঞ্জন করছিল, তার নাম শাল্মলি। কন্নড় কবি নরসিমাহ স্বামীর লেখা পাল্লাভাগালা পাল্লাভিয়ালি গানটি বেশ জনপ্রিয়। সেই গানেরই একটি একটি করে লাইন মেয়েকে গেয়ে শোনাচ্ছিলেন মা। আর ছোট্ট শাল্মলি এক মনে তা শুনে নিয়েই ডান হাতের আঙুলে সুর তুলছিল। এই দিন নরেন্দ্র মোদী টুইটটি শেয়ার করে লেখেন,‘এই ভিডিয়ো সবার মুখে হাসি ফোটাতে পারবে। ছকভাঙা প্রতিভা ও সৃজনশীলতা। শাল্মলির জন্য অনেক শুভকামনা!’

ভিডিয়োটি পোস্ট করার পর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছিল শাল্মলির গুণে। ছোট্ট খুদেকে অনেক নেটিজেন শুভেচ্ছা জানায় কমেন্টে। মোদীর টুইটের পর সেই ভিডিয়ো আলাদা মাত্রা পায়। আরও বেশি করে নেটিজেনদের ফিডে পৌঁছে যায় শাল্মলির পিয়ানো বাজানোর ভিডিয়ো। ছোট্ট নীল ফ্রকে শাল্মলির মিষ্টি হাসিরও প্রশংসা করেছেন অনেকেই। একজন কমেন্টে লেখেন,‘এমনই মিষ্টি হাসি নিয়ে পিয়ানো বাজিয়ে যাক একরত্তি’।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup