Rahul Gandhi: মানহানি মামলায় রাহুলের আর্জি গুজরাট হাইকোর্টে পৌঁছতেই সরে দাঁড়ালেন বিচারপতি

মোদী পদবী নিয়ে রাহুলের বিরুদ্ধে ওঠা ফৌজদারি মানহানির মামলায় রাহুলের দোষী সব্যস্ত হওয়ার উপর যাতে স্থগিতাদেশ জারি করা হয়, তার জন্য সুরাট কোর্টে আবেদন করে ধাক্কা খান রাহুল। সুরাট কোর্ট আবেদন খারিজ করায় রাহুল হাইকোর্টের দ্বারস্থ হন। এদিকে, গুজরাট হইকোর্টে যে বেঞ্চে রাহুলের মামলার শুানানি ছিল সেই মামলায় বিচারপতি মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি কোর্টের রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছেন এই মামলা প্রধান বিচারপতির কাছে পাঠানো হোক, এই মর্মে।

মঙ্গলবারই গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী। তার আগে, সুরাট কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। সেখানে রাহুল মোদী পদবী মন্তব্য মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার ওপর স্থগিতাদেশের আর্জি জানান। প্রসঙ্গত, রাহুল আগেই জানিয়েছেন, তিনি যা বলেছেন, তা থেকে তিনি সরবেন না। এদিকে, রাহুল সদ্য খুইয়েছেন তাঁর সাংসদ পদ। মোদী পদবী মন্তব্য মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে সুরাট কোর্ট। তার জেরে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ২ বছরের জন্য কারাবাসের সাজা পান। যেহেতু কোনও জনপ্রতিনিধি ২ বছরের কারাবাসের সাজা পেয়েছেন, তাই বিধি অনুসারে রাহুলের সাংসদ পদ চলে যায়। এদিকে, ওয়েনাদের প্রাক্তন সাংসদ রাহুলকে ছাড়তে হয় তাঁর সাংসদ হওয়ার অফিশিয়াল বাংলো। এরপর তিনি তাঁর মা সনিয়া গান্ধীর সঙ্গে থাকছেন বর্তমানে। এদিকে, সুরাট কোর্টে চলা মোদী পদবী মন্তব্য মামলায় রাহুল গান্ধী আপাতত রয়েছেন জামিনে।

( ‘চিনি থাকা সত্ত্বেও জানানো হয়নি’, অভিযোগে Bournvitaকে নোটিশ শিশু সুরক্ষা কমিশনের)

গতমাসেই সংসদ থেকে রাহুল গান্ধীকে বরখাস্ত করা হয়। প্রসঙ্গত, যদি না রাহুলের ওপর চলা মামলায় স্থগিতাদেশ আসে বা তার দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ আসে, তাহলে তাঁর সাংসদপদ ফের একবার রক্ষিত হবে না। এছাড়াও আগামী ৮ বছর রাহুল কোনও সাংসদ পদে নিয়োজিত থাকতে পারবেন না। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup