ইউকে-র প্রথম জগন্নাথ মন্দির নির্মাণে ২৫০ কোটির অনুদান বিশ্বনাথ পট্টনায়কের, কে তিনি জানেন?

লন্ডনের প্রথম জগন্নাথ মন্দির নির্মাণের জন্য ২৫০ কোটি টাকা অনুদান দিয়েছেন কোটিপতি প্রবাসী ভারতীয় বিশ্বনাথ পট্টনায়ক। শুধু লন্ডনই নয়, ইউকের প্রথম জগন্নাথ মন্দির নির্মাণ হতে চলেছে। সেখানেই ওড়িশার এই ভূমিপুত্রের অনুদান খুবই নজর কাড়ছে। 

উল্লেখ্য, মন্দিরের প্রথম দফার কাজ আগামী বছরের মধ্যে সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কোনও মন্দির নির্মাণে বিশ্বনাথ পট্টনায়কের অবদান বিদেশের বুকে যেকোনও প্রবাসী ভারতীয়ের নিরিখে সবচেয়ে বেশি টাকার অঙ্কের দিক থেকে। উল্লেখ্য, ইংল্যান্ডের চ্যারিটি কমিশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে শ্রী জগন্নাথ সোসাইটি ইউকে এই মন্দির নির্মাণের ঘোষণা করেছে। রবিবার অক্ষয় তৃতীয়ার দিন ইউকের জগন্নাথ কনভেনশনে এই বড়সড় ঘোষণা হয়। এই অনুষ্ঠানে বিশ্বনাথ পট্টনায়ক সকলকে জগন্নথা মন্দির তৈরির বিষয়ে উদ্বুদ্ধ করেন। যাতে ইউকের বুকে প্রথম জগন্নাথ মন্দির স্থাপিত হয়, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা বলেন এই প্রবাসী ওড়িয়া। উল্লেখ্য়, বিশ্বনাথ পট্টনায়কের অনুদানের ২৫০ কোটি টাকার মধ্যে ৭০ কোটি টাকা দিয়ে ১৫ একর জমি কেনা হচ্ছে। যে জমির উপর নির্মাণ করা হবে বিশালাকার জগন্নাথ মন্দির। 

( ‘অবসাদ, আত্মহত্যা হাসির জিনিস নয়’, মোদীর মন্তব্যে ঝোড়ো টুইট প্রিয়াঙ্কার)

শ্রীজগন্নাথ সোসাইটির প্রধান ডক্টর সহদেব সাঁই বলছেন, ইউরোপের বুকে এই মন্দির পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হতে পারে। মনে করা হচ্ছে, পর্যটকদের ভিড় এই মন্দির ঘিরে আলাদা করে তৈরি হবে, এমন আসা উদ্যোক্তাদের। এদিকে, এই আয়োজনের মাঝেই প্রশ্ন উঠছে কে এই প্রবাসী ওড়িশা বিশ্বনাথ পট্টনায়ক? তাঁর পরিচিতি সম্পর্কে জানা গিয়েছে, তিনি লন্ডনে ফাইন নেস্ট  গ্রুপ অফ কম্পানিজ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। এই সংস্থা, ইলেকট্রিক গাড়ি, হাইড্রোজেন লোকোমোটিভ নির্মাণে বিনিয়োগ করে। উল্লেখ্য, ব্যাঙ্কিং সেক্টরে বহুদিন কাজ করার পর একটা সময় শিল্পদ্যোগ শুরু করেন এই প্রবাসী। ২০০৯ সাল থেকে তাঁর এই উদ্যোগ শুরু হয়। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতিতে বি এ, এলএলবি, এমবিএ নিয়ে দাপটের সঙ্গে প্রবাসে নিজের শিল্পদ্যোগকে এগিয়ে নিয়ে চলেছেন এই ভারতীয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup