দিল্লির ঘাড়ে দায় ঠেলে পার পাবেন না ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা, পালটা আক্রমণ BJP-র

মালদায় স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির চক্রান্ত রয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ শানাল বিজেপি। বুধবার মুখ্যমন্ত্রীকে একযোগে আক্রমণ শানান বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এদিন দিলীপবাবু বলেন, বাংলার পাড়ায় পাড়ায় যে খুন ধর্ষণ হচ্ছে সেটা কি দিল্লি করাচ্ছে। মুখ্যমন্ত্রী যখনই কোনও কাজে ব্যর্থ হন তখনই অন্যের ঘাড়ে দায় ঠেলেন। উনি পুলিশমন্ত্রী হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। তাই এখন দিল্লির ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করছেন। এটা অযোগ্যতার প্রাথমিক লক্ষ্মণ। এভাবে উনি পার পাবেন না।

ওদিকে বেঙ্গালুরু থেকে ফিরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন করবেন। আমেরিকাতে এরকম বন্দুকবাজের তাণ্ডব হয়।পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জেও হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বাংলার আইন শৃঙ্খলার কী পরিস্থিতি! কালিয়াগঞ্জের যে ভিডিও দেখা গেল, পুলিশকে জনতা পেটাচ্ছে। এখানে দেখা গেল স্কুলে বন্দুক নিয়ে ঢুকে পড়ছে দুষ্কৃতী।

তিনি বলেন, ‘দুটি ক্ষেত্রেই পরিবার পুলিশের উপর কোন আস্থা রাখতে পারছে না। তারা সিবিআই তদন্ত চাইছেন। পুলিশকে এতো রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই দুটি ক্ষেত্রেই আমরা পরিবারের দাবির সঙ্গে রয়েছি’।

সুকান্তবাবুর প্রশ্ন, ‘পুলিশের কী করুণ পরিস্থিতি তা এই ভাইরাল ভিডিয়ো দেখলে বোঝা যাচ্ছে। প্রশাসন কোথায় গেছে যে পুলিশ সাধারণ মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। পুলিশের প্রতি মানুষের এই আক্রোশ কেন! পুলিশের প্রতি এই আক্রোশ আদতে তৃণমূলের নেতা কর্মীদের প্রতি, প্রশাসনের প্রতি মানুষের আক্রোশ। যেহেতু প্রশাসনের নেতাকর্মীদের হাতের কাছে পাচ্ছে না তাই পুলিশকে পেটাচ্ছে জনতা। নিচুতলার পুলিশ কর্মীদের তো কোন দোষ নেই। তারা তাদের ডিউটি করে আধিকারিকদের নির্দেশে’।