সমলিঙ্গের বিবাহ মান্যতা না পেলে কিছু সামাজিক সুবিধা কীভাবে পাওয়া যাবে? কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

সমলিঙ্গের বিবাহের অধিকারের প্রশ্নকে সামনে রেখে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে চলছে শুনানি। গোটা দেশের নজর রয়েছে এই শুনানির দিকে। এদিকে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানিতে কেন্দ্রের কাছে একাধিক প্রশ্ন রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মনে করে, এই বিবাহ মান্যতা পাবে কি না তা সংসদের উপর ন্যাস্ত হওয়া জরুরি। সেই দিকে নজর রেখে সুপ্রিম কোর্টের প্রশ্ন এক সমলিঙ্গ বিবাহিত দম্পতি সামাজিক দিক থেকে কোন কোন সুবিধা পাবে?

কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে যে, এক সমলিঙ্গের জুটি কি ব্যাঙ্কের জয়েন্ট অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে তাঁর বিবাহিত সঙ্গীকে নমিনি রাখা, বীমায় নমিনি রাখার মতো সুবিধাগুলি কি পাবে? উল্লেখ্য, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই সমলিঙ্গের বিবাহে মান্যতা থাকবে কি থাকবে না, সেই প্রশ্নে একগুচ্ছ পিটিশন জমা পড়েছে। সেই পিটিশনগুলির শুনানি হচ্ছে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। সেই পিটিশনে দাবি করা হয়েছে, সমলিঙ্গের বিবাহকে মান্যতা দিতে হবে। তা না দিলে, দম্পতিদের বা সমলিঙ্গের আওতাভূক্ত নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন হবে। কোর্টের দাবি, যদি সমলিঙ্গের বিবাহকে মান্যতা না দেওয়া হয়, তাহলে সমলিঙ্গের জুটি কি ব্যাঙ্কের জয়েন্ট অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলিকে কীভাবে দেকা হবে? সলিসিটার জেনারেল তুষার মেহতা, যিনি এই মামলায় কেন্দ্রের পক্ষের আইনজীবী, তাঁকে কোর্ট প্রশ্ন করে,’আমরা আপনার বক্তব্য গ্রহণ করি যে আমরা যদি এই অঙ্গনে প্রবেশ করি তবে এটি আইনসভার একটি ক্ষেত্র হবে। তাই এখন কি? সরকার ‘সহযোগী’ সম্পর্ক নিয়ে কী করতে চায়?’ আদালতের প্রশ্ন ‘কোন ধরনের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ দেওয়া হতে পারে? এবং এই ধরনের সম্পর্ক যাতে বিচ্ছিন্ন না হয় তা নিশ্চিত করতে কী করা হতে পারে?’

( ‘অবসাদ, আত্মহত্যা হাসির জিনিস নয়’, মোদীর মন্তব্যে ঝোড়ো টুইট প্রিয়াঙ্কার)

উল্লেখ্য, সদ্য কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেন, সংসদ কোনও আইনের কোর্ট নয়, যে সেখানে সমলিঙ্গের মান্যতা নিয়ে ডিবেট হবে। তবে তিনি সাফ জানান, এই ইস্যুতে তিনি বিচারব্যবস্থা বনাম রাষ্ট্রের দ্বন্দ্বকে আনতে চাননা। উল্লেখ্য, সমলিঙ্গের বিবাহে মান্যতা প্রসঙ্গে বিরোধিতার রাস্তা নিয়েছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, তারা কোনও মতেই চাইছে না যে স্বামী , স্ত্রী ও সন্তানের যে সংজ্ঞায় পরিবার নামের অস্তিত্বটি রয়েছে, তা ছিন্নভিন্ন হোক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup