Alert: ঝড়বৃষ্টির মধ্য়ে প্রবল বজ্রপাত, বাংলার তিন জেলায় ১০জনের মৃত্যু, আহত ৮জন

প্রচন্ড গরমের পর বৃষ্টি। তার সঙ্গে প্রবল বজ্রপাত বাংলার বিভিন্ন প্রান্তে। সব মিলিয়ে বাংলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ১০জনের। বাংলার তিনজেলায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দশ জনের। বজ্রপাতে আহত হয়েছেন ৮জন। সূত্রের খবর, পূর্ব বর্ধমানে মৃত্য়ু হয়েছে চারজনের। পশ্চিম মেদিনীপুরে ও হাওড়া জেলায় তিনজন করে মৃত্যু হয়েছে বলে খবর।

গরমে হাঁসফাঁস করছিল বাংলা। পারদ ক্রমেই চড়ছিল গত কয়েকদিন ধরে। অনেকেই চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন এক ফোঁটা বৃষ্টির অপেক্ষা। দিন দুয়েক আগে বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গে। সেই বৃষ্টি দেখে দীর্ঘশ্বাস ফেলেছিলেন দক্ষিণ বঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। তবে অবশেষে বৃষ্টি এল বৃহস্পতিবার।

এদিন বীরভূমে একেবারে শিলাবৃষ্টি হয়। সোশ্য়াল মিডিয়া ভরে যায় সেই ছবিতে।এরপর একে একে কালো মেঘে ছেয়ে যায় বাংলার বিভিন্ন জেলা। এরপর শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টি। স্বস্তির বৃষ্টি। এক ধাক্কায় কমে যায় তাপমাত্রা। তার সঙ্গে মেঘ ডাকার শব্দ। আর সেই বজ্রপাতে মৃত্যু হল একের পর এক ব্যক্তির। ভয়াবহ ঘটনা বাংলা জুড়ে। কার্যত গরমের মধ্য়ে একদিকে যেমন স্বস্তির বৃষ্টি। তেমনি বজ্রপাতে একের পর এক ব্যক্তির মৃত্যু শোকের ছায়া নামিয়েছে একাধিক এলাকায়।

তবে ঝড় বৃষ্টির সময় যাতে পারতপক্ষে কেউ খোলা জায়গায় না বের হন সেব্যাপারে বার বারই সরকারের তরফে আবেদন করা হয়। কীভাবে বজ্রপাতের হাত থেকে বাঁচবেন সেব্যাপারেও নানা সরকারি পরামর্শ রয়েছে। কিন্তু তারপরেও সতর্ক নন অনেকেই। অনেকেই বৃষ্টির মধ্য়েই খোলা মাঠে থাকেন। কিন্তু এটা ভয়ঙ্কর হতে পারে যেকোনও সময়।বজ্রপাত কেড়ে নিতে পারে প্রাণ।

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী পাঁচদিন উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হবে। যেখানে ঝড়বৃষ্টি হবে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে। আগামী ২৯ এপ্রিল থেকে কলকাতায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে খবর।