Donald Trump: ড্রেসিংরুমে ঢুকিয়ে ধর্ষণ করেছেন ট্রাম্প!অভিযোগ তুলে গোটা ঘটনা আদালতকে বললেন লেখিকা

১৯৯০ সালে বার্জডর্ফ গুডম্যানের একটি ড্রেসিং রুমে তাঁকে ধর্ষণ করা হয়। ধর্ষকের ভূমিকায় ছিলেন স্বয়ং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সেই নিয়েই সরব হন ই জঁ ক্যারল। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মর্মে মামলাও দায়ের করেন তিনি। মামলার শুনানি চলাকালীন দ্বিতীয় দিন তাঁকে ওই দিনের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে ডাকা হয়। সেখানেই তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর এখানে আসার কারণ তিনি ট্রাম্পের হাতে ধর্ষিত হয়েছেন।

আরও পড়ুন: আবারও খোঁজ মিলল ভারতে তৈরি সংক্রমিত কাশির সিরাপের, হু-এর তরফে এল কড়া বিবৃতি

আরও পড়ুন: ১০০০ বছর পুরনো মমির গায়ে লেগে ত্বক ও চুল! পেরুতে নয়া আবিষ্কার ঘিরে চাঞ্চল্য

ক্যারল পেশায় একজন সাংবাদিক ও এলি ম্যাগাজিনের একসময়ের নামজাদা কলাম লেখিকা। তাঁর কথায়, এতদিন তাঁর চুপ থাকার একটাই কারণ ছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করলে তাঁর কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে, এই ভয়ে গত তিন দশক মুখ বন্ধ করে ছিলেন ক্যারল। বর্তমানে ৭৯ বছর বয়সি ক্যারলকে ম্যানহাটন ফেডেরাল কোর্টে সেই দিনের ঘটনার বিবৃতি দিতে ডাকা হয়। এজলাসে উপস্থিত হয়ে ক্যারল ছয়জন পুরুষ ও তিনজন মহিলার বিচারকের সামনে সেই দিনের ঘটনা বলেন। ক্যারলের কথা অনুযায়ী, বার্জডর্ফ গুডম্যানে সেই দিন এক মহিলার জন্য উপহার বেছে দিতে তাঁকে ডাকেন ট্রাম্প । সেইমতো পৌঁছালে তাঁকে নিয়ে ট্রাম্প সোজা চলে যান অন্তর্বাস বিভাগে। সেখানেই একটি বডিস্যুট পছন্দ করে মাপে হচ্ছে কিনা তা দেখে দিতে বলেন ক্যারলকে। ক্যারল উল্টে তাঁকেই সেই বডিস্যুট পরতে বলেন। তবে তাঁর কথামতো ড্রেসিং রুমে যেতে রাজি হন। এবার ড্রেসিংরুমে ঢোকা মাত্রই দরজা বন্ধ করে তাকে সরাসরি ধর্ষণ করেন ট্রাম্প।এই গোটা ঘটনার বিবৃতি দিয়ে ক্যারল বলেন, সেই দিনের ঘটনা মনে করলে আজও তার গা ঘিনঘিন করে। 

তবে ট্রাম্প এই গোটা অভিযোগকেই ক্যারলের বই বিক্রির কায়দা বলে নস্যাৎ করেছেন। এমনকি তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলেও পাল্টা অভিযোগ করেন তিনি। পুরো ঘটনাটিকে সাজানো বলে দাবি করে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বড় পোস্ট করেন সমাজমাধ্যমে। তবে আপাতত সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই বিচারকরা রায় জানাবেন তাঁদের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup