Monkeypox in Pakistan: মাঙ্কিপক্সের থাবা পাকিস্তানে! বড়সড় বিপদ এড়াতে শুরু হল কড়া নজরদারি

মাঙ্কিপক্স এবার থাবা বসাল পাকিস্তানে। মঙ্গলবার পাকিস্তানের স্বাস্থ্য প্রশাসনের তরফে এই সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়, সে দেশে এই প্রথম একজনকে পরীক্ষা করে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গিয়েছে। তবে এর বেশি ওই আক্রান্ত ব্যক্তির সম্পর্কে আর কোনও তথ্য জানানো হয়নি। তবে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়ার পর বিমানবন্দর প্রশাসন ও হাসপাতালের কর্তৃপক্ষদের সতর্ক থাকতে বলা হয়েছে। আর কোনও মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সন্ধান পেলে তা প্রশাসনকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আবারও খোঁজ মিলল ভারতে তৈরি সংক্রমিত কাশির সিরাপের, হু-এর তরফে এল কড়া বিবৃতি

আরও পড়ুন: ১০০০ বছর পুরনো মমির গায়ে লেগে ত্বক ও চুল! পেরুতে নয়া আবিষ্কার ঘিরে চাঞ্চল্য

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদেরও একই পরীক্ষা করা হয়েছে। তাদের আপাতত কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। মাঙ্কিপক্স ভাইরাস যাতে আর ছড়িয়ে না পড়ে তাই এই বিশেষ নির্দেশ দেওয়া হয়। এই ভাইরাসে সংক্রমিত হলে প্রাথমিকভাবে সর্দির উপসর্গ দেখা যায়। এরপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থিগুলি (লিম্ফ নোড) ফুলতে শুরু করে। সংক্রমণ গুরুতর হলে ত্বকে র‌্যাশ বেরোতে থাকে, চুলকানি হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সংক্রমণে গুরুতর প্রাণসংশয় হয় না রোগীর। বরং হাসপাতালে ভর্তি না থেকেও এই রোগের চিকিৎসা করা যায়। বাড়িতেই কয়েক সপ্তাহের মধ্যে সেরে ওঠা সম্ভব।

প্রসঙ্গত, পাকিস্তানে বর্তমানে আর্থিক ডামাডোল চলছে। সেই পরিস্থিতি সামলাতেই রীতিমতো জেরবার প্রশাসন। তার মধ্যে এই নয়া ভাইরাস ব্যাপকভাবে সংক্রমণ ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছে পাকিস্তান স্বাস্থ্য প্রশাসন। তাই এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হতেই হাসপাতাল ও বিমানবন্দরে নজরদারি কড়া করল সে দেশের সরকার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup