Peru mummy: ১০০০ বছর পুরনো মমির গায়ে লেগে ত্বক ও চুল! পেরুতে নয়া আবিষ্কার ঘিরে চাঞ্চল্য

হাজার বছরের পুরোনো মমির সন্ধান মিলল এবার পেরুতে। পেরুর রাজধানী শহর থেকে কিছুটা দূরে পেরুর পুরাতত্ত্ববিদরা এই মমি আবিষ্কার করেন। সময় যাচাই করে দেখা গিয়েছে সুপ্রাচীন ইনকা সভ্যতারও আগে এই মমি সমাধি দেওয়া হয়। মমির আকার আকৃতি দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কোনও কিশোরের মমি। মাটির নিচের একটি সমাধিতে পাওয়া মমিটি দেহ সংরক্ষণের নানা দ্রব্য দিয়ে মুড়িয়ে রাখা ছিল। সঙ্গে ছিল সেরামিক ও দড়িও। তবে আশ্চর্যের ব্যাপার অন্য জায়গায়। এই মমির গায়ে অল্প পরিমাণ ত্বকের অংশ ও চুলও পাওয়া যায়।  

আরও পড়ুন: বড় টোপ ফেলেছিল পুলিশ, কিন্তু ‘মাছ’টি বড়ই চতুর, পালানোর কায়দায় অবাক সবাই

আরও পড়ুন: বড় দুর্ঘটনা পাত্রীর! সেরে ওঠা পর্যন্ত ছায়াসঙ্গী পাত্র, বিয়ের আসরে এর পরে কী হল

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মমিকৃত ওই কিশোরটিকে বেশ ভালো অবস্থায় পাওয়া গিয়েছে। ১০০০ বছর পর এমন ঘটনা একরকম বিরল বলা যেতে পারে। পুরাতত্ত্ববিদ ওমিরা হুয়ামান এই বিশেষ প্রকল্পের দায়িত্বে রয়েছেন। এমনিতে পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা মাচু পিচুর ইনকা সভ্যতার জন্য পেরু বিখ্যাত। তবে এর আগে হিসপ্যানিক পূর্ববর্তী সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল এই এলাকা। এরপর ধীরে ধীরে ক্ষমতায় আসে ইনকা সভ্যতার সম্রাটরা। মূলত দেশের তীরবর্তী এলাকা ও অ্যান্ডেসেই এই সভ্যতা বিস্তারলাভ করতে থাকে। 

পুরাতত্ত্ববিদদের কথায়, এই কিশারের মমিটি ১১০০ থেকে ১২০০ বছর আগেকার। সম্ভবত লাইমা বা ইচমা সভ্যতার সময় এই কিশোরটি জন্মেছিল বলে ধারণা করা হচ্ছে। গত বছর সাজামারকুইলাতে একটি মমি পাওয়া গিয়েছিল। হুয়ামান রয়টার্সকে জানান, এই বছর তার থেকে মাত্র ২০০ মিটার দূরেই পাওয়া গিয়েছে নয়া মমি। ওই  এলাকা খনন করে আটটি শিশু ও বারোটি কিশোরের দেহাবশেষও পাওয়া গিয়েছিল। দেহগুলি পরীক্ষা করে দেখা যায়, সেগুলি প্রায় ৮০০ থেকে ১২০০ বছর আগের। মনে করা হচ্ছে, এই দেহগুলি সেই সময়ে উৎসর্গ করা হয়েছিল। তবে কিশোর মমির আবিষ্কার গবেষণায় নয়া মোড় আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup