Sukanaya Mondal arrest: গরুপাচার মামলায় গ্রেফতার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, চাপ আরও বাড়ল

গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলকে । বাবা কেষ্ট মণ্ডল বর্তমানে তিহাড়ে। এবার তার কন্যাকেও গ্রেফতার করা হল বুধবার।

তাকে অন্তত তিনবার জেরা করার জন্য় তলব করা হয়েছিল। কিন্তু বারবারই তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। এদিকে ইডির কাছে সুকন্য়া সংক্রান্ত একাধিক অনিয়মের খবর আসছিল। এরপরই সুকন্যাকে তলব করা হয়েছিল। এদিন ইডির দফতরে তলব করা হয়েছিল সুকন্যাকে। তবে বার বার তিনি প্রশ্ন এড়িয়ে যেতে চাইছিলেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

গরু পাচার মামলায় তাকে গ্রেফতার করা হল বলে খবর। বাবার গ্রেফতারির ৮ মাসের মাথায় গ্রেফতার করা হল অনুব্রত কন্য়াকে সুকন্যা মন্ডলকে। তিনি নানাভাবে কেন্দ্রীয় এজেন্সিকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এদিকে অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে জেরা করে সুকন্যা সম্পর্কে নানা তথ্য় পাওয়া গিয়েছিল। এরপরই দিল্লিতে তলব করেছিল ইডি। এরপর সুকন্যাকে গ্রেফতার করা হয়।

এদিকে সুকন্যার নামে একাধিক জায়গায় বিপুল সম্পত্তি করা হয়েছিল বলে অভিযোগ। পারিপার্শ্বিক তথ্য় প্রমাণের ভিত্তিতে এবার গ্রেফতার করা হল সুকন্যাকেও। কাল তাকে রউস এভিনিউ কোর্টে পাঠানো হবে।

এদিকে বার বার তিনি জেরায় বলছিলেন সবকিছু জানে বাবা। আর সেই অনুব্রত কন্যাকেও এবার পাকড়াও করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আয়ের সঙ্গে মিল নেই তার বিপুল সম্পত্তির। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। কিন্তু তার সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে। প্রশ্ন ওঠে তবে কি সুকৌশলে গরু পাচারের টাকা রাখা হচ্ছিল সুকন্যার ভাণ্ডারে?

এরপর তদন্তকারী এজেন্সি একে একে অনুব্রতর সঙ্গীদের গ্রেফতার করা শুরু করে। কেষ্ট মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকেও গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয় অনুব্রতকে। পাকড়াও করা হয় তার হিসাব রক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয়। এবার একাধিকবার তলব করা হয় সুকন্যাকে। সেই সুকন্যাকেও গ্রেফতার করা হল এবার।

এদিকে সুকন্যার গ্রেফতারির পরেই খাঁ খাঁ করছে বীরভূমের বাড়ি। শুধু রাজ্য পুলিশের কয়েকজন নিরাপত্তারক্ষী রয়েছেন বাড়িতে। কিছুদিন আগেই সুকন্যার পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন খোদ তৃণমূল নেত্রী। সুকন্যা নিজেও ঘনিষ্ঠ মহলে দুঃখ প্রকাশ করেছিলেন। পার্টির লোকেরাও নাকি তাদের পাশে নেই। এরপর দিন দুয়েক আগে দিল্লিতে যান সুকন্যা। সেখানেই গ্রেফতার করা হল তাকে।