10 iPhones Stolen by Delivery Executive: অ্যামাজনের পার্সেলে আসলের বদলে ১০টি নকল আইফোন ঢুকিয়ে দিয়ে চম্পট ডেলিভারি বয়

অ্যামাজনের মাধ্যমে ১০টি আইফোন এবং একটি আইপডের অর্ডার দিয়েছিলেন এক গ্রাহক। তবে সেই পার্সেল কোনও দিনই হাতে পাননি তিনি। এদিকে ডেলিভারি বয় নিজের সংস্থাতেই পার্সেল ফিরিয়ে দেন। তবে সেই পার্সেল পেতেই সন্দেহ হয় সংস্থার এক কর্মীর। পার্সেল আগেই খোলা হয়েছিল বলে মনে হয় তাঁর। এই আবহে পার্সেল খুলে দেখতে চোখ কপালে ওঠে সংস্থার কর্মীর। লাখ লাখ টাকার বিনিময়ে ১০টি আইফোনের বদলে পার্সেলে ছিল ১০টি ডামি আইফোন। ঘটনাটি ঘটে গুরুগ্রামে।

এই আবহে ডেলিভারি বয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তির নাম ললিত। তিনি ম্যাট্রিক্স ফিন্যানশিয়াল সলিউশনের জন্য কাজ করতেন। এই সংস্থা অ্যামাজনের হয়ে সামগ্রী ডেলিভারি দিয়ে থাকে। এই আবহে ম্যাট্রিক্স ফিন্যানশিয়াল সলিউশনের স্টেশন ইন চার্জ রবি পুলিশে অভিযোগ দায়ের করেছেন ললিতের বিরুদ্ধে।

জানা গিয়েছে, গত ২৭ মার্চ ললিতকে ১০টি আইফোন ও একটি এয়ারপডের পার্সেল দেওয়া হয় গ্রাহককে ডেলিভার করতে। তবে ললিত সেই পার্সেল খুলে তাতে নকল আইফোন ভরে দেন এবং তাঁর নিজের সংস্থাতেই ফেরত পাঠিয়ে দেন। এরপর রবির ভাই মনোজকে ললিত বলেন, গ্রাহকের সঙ্গে যোগাযোগই করা যায়নি। তিনি যেন অ্যামাজনকে এই পার্সেল ফেরত পাঠিয়ে দেন। এদিকে পার্সেল হাতে না পেয়ে সেই গ্রাহক নিজের অর্ডার বাতিল করে দেন। অপরদিকে নকল আইফোন ফেরত পেয়ে মাথায় হাত পড়ে ম্যাট্রিক্স ফিন্যানশিয়াল সলিউশনের।

এই আবহে ললিতের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে বর্তমানে ললিত পলাতক। ললিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (জালিয়াতি) এবং ৪০৮ (নিয়োগকর্তার বিশ্বাস ভঙ্গ) ধারায় মামলা রুজু হয়েছে। পলাতক ললিতের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। এই দশটি আইফোন ললিত কোথাও বিক্রির চেষ্টা করছে কি না, সেদিকে নজর রাখছে পুলিশ।