IPL 2023 Points Table Lucknow Super Giants Moved To Second Spot Know The Full List In Details


মোহালি : পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএলের (IPL 2023) পয়েন্ট টেবিলে ফের বড় লাফ লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants)। এবারের আইপিএল অভিযানে ৮ নম্বর ম্যাচে পঞ্চম জয় পেয়ে ১০ পয়েন্টের পাশাপাশি রান রেটে বড় লাফের সুবাদে আইপিএলের পয়েন্ট তালিকায় (IPL Points Table) দুই নম্বরে পৌঁছে গেল কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন দল। এই মুহূর্তে তাদের রান রেট + 0.৮৪১। 

রান রেটের অনেকটা এগিয়ে গুজরাত টাইটান্স (Gujrat Titans) ও চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) পিছনে ঠেলে দিল তারা। লখনউয়ের মতোই ৮ ম্যাচ খেলেছে সিএসকেও। যদিও গুজরাত এক ম্যাচ কম খেলেছে। ৭ ম্যাচে ১০ পয়েন্টের পাশাপাশি + 0.৫৮০ রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে গুজরাত। ৮ ম্যাচে ১০ পয়েন্টের পাশাপাশি + 0.৩৭৬ রান রেটের সুবাদে আইপিএলের পয়েন্ট তালিকায় চার নম্বরে ধোনির চেন্নাই ব্রিগেড। এদিকে, ৮ ম্যাচে ১০ পয়েন্টের পাশাপাশি + 0.৯৩৯ রান রেটের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।

এদিকে, ৪টি ম্যাচ জেতার সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। কোহলিদের নেট রান রেট -০.১৩৯। লখনউয়ের কাছে হেরেও ছয় নম্বরে থাকলেন স্যাম কারানরা। তাঁর দল পাঞ্জাব কিংস ৮ ম্যাচের মধ্যে ৪ টি জিতেছেন। হেরেছেন ৪ টি ম্যাচে। কারানদের ঝুলিতেও ৮ পয়েন্ট। তবে রান রেটে বেশ কিছুটা পিছিয়ে গেল পাঞ্জাব। এই মুহূর্তে যা – ০.৫১০। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট – ০.০২৭।                       

আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদে দেখছেন ? এর অর্থ কী ?

সাত ম্যাচের মধ্যে তিনটি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রোহিত শর্মারা। তাঁদের পয়েন্ট ৬। রোহিতদের নেট রান রেট – ০.৬২০। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৭ ম্যাচে ৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৭ ম্যাচে ৪ পয়েন্ট)।                                        

আরও পড়ুন- স্টোইনিসের দাপটে জয়ী লখনউ, ঘরের মাঠে পরীক্ষা কেকেআরের, আইপিএলের সেরা খবর এক ঝলকে