Kolkata traffic police: মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দ্রুত ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করতে কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের

রাতের শহরে প্রায়ই পথ দুর্ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মত্ত অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা ঘটে থাকে। তাই মদ্যপ গাড়ি চালকদের রুখতে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা ট্রাফিক পুলিশ। এবার থেকে কোনও চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু করতে পারবে ট্রাফিক পুলিশ। শুধু মদ্যপ চালকই নয়, গাড়ি চালানোর সময় ফোনে কথা বললেও সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু করতে পারবে কলকাতা পুলিশ। পরিবহণ দফতরের সহায়তায় ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করা হবে বলে জানা গিয়েছে। বেহালার মতো বিভিন্ন আরটিও নিশ্চিত করছে যে ট্রাফিক পুলিশের আবেদনের ভিত্তিতে ৭ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত নিয়ে এসওপি ঠিক করেছে লালবাজার। সেই এসওপি অনুযায়ী, পুলিশ ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট আরটিওতে দ্রুত পাঠাবে। তারপর আরটিও লাইসেন্স সাসপেন্ড করবে। প্রসঙ্গত, আগে ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার ক্ষমতা ছিল পুলিশের হাতে। তবে এখন শুধুমাত্র পরিবহণ বিভাগ ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করতে পারবে। প্রাণঘাতী দুর্ঘটনার ক্ষেত্রে লাইসেন্স সাসপেন্ড করার বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হতো।

পুলিশ জানিয়েছে, এসওপি অনুসারে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ড করার জন্য আরটিওতে পাঠানো যাবে। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে পুলিশ। বুধবার রাতে একজন বিএমডব্লিউ চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ওই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করার জন্য আরটিও’র কাছে সুপারিশ করেছে পুলিশ।

ট্রাফিক পুলিশের একজন অফিসার জানিয়েছেন, ‘সাধারণত মদ্যপান করে গাড়ি চালালে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ন্যূনতম স্থগিতাদেশের সময় তিন মাস এবং সর্বোচ্চ মেয়াদ হল এক বছর। এমন পরিস্থিতিতে মদ্যপ চালকের ড্রাইভিং লাইসেন্স যাতে সর্বোচ্চ সময়ের জন্য স্থগিত থাকে তার জন্য আমরা আরটিও’র কাছে আবেদন জানাবো। আমরা আমাদের সিদ্ধান্ত সম্পর্কে পরিবহণ দফতরকে জানাবো।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup