Mallikarjun Kharge regrets: ‘মোদীকে নিয়ে নয়’! ‘বিষধর’ মন্তব্যে বিতর্কের ঝড় উঠতেই ‘দুঃখ প্রকাশ’ খাড়গের

২০১৯ সালে কর্ণাচকের কোলারে মোদী পদবী নিয়ে মন্তব্যের জেরে ফৌজদারি মানহানি মামলার মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী। তাঁকে সেই মামলায় দোষী সাব্যস্ত করে সুরাট কোর্ট। যার জেরে ২ বছরের সাজা হয় রাহুলের। ২ বছরের কারাবাসের সাজার জেরে রাহুল সাংসদ পদ হারিয়েছেন। এই বিতর্কের মাঝেই সদ্য কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিষধর সাপ’ বলে উল্লেখ করেছেন বলে দাবি বিজেপির। তারপর থেকে বিতর্ক দানা বাঁধে। বিতর্কের তেজ বাড়তেই, এই মন্তব্য নিয়ে অনুশোচনা করে নিজের অবস্থান স্পষ্ট করে একটি টুইট করেন কংগ্রেসের সভাপতি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর টুইটে সাফ লেখেন,’যদি আমার মন্তব্য কোনও ব্যক্তিকে আঘাত করে, তা ভুলভাবে ব্যাখ্যা করা হয়, তা কারোর মনে কষ্ট দেয়, তাহলে আমি বিশেষভাবে তার জন্য দুঃখিত।’ কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা বলেন, ‘ আমাদের আদর্শগত ভেদ রয়েছে। আরএসএস ও বিজেপির আদর্শ বিষাক্ত। তবে তারা তা তুলনা করেছেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। আর দাবি করছেন আমি এটা নিয়ে মন্তব্য করেছি। আমার কোনও ইচ্ছাই নেই কাউকে নিয়ে এভাবে কথা বলার বা আঘাত করার।’ উল্লেখ্য, সামনেই কর্ণাটক নির্বাচন। সেই কর্ণাটকেরই ভূমিপুত্র মল্লিকার্জুন খাড়গে। এদিকে, কর্ণাটকেই ২০১৯ সালে রাহুল গান্ধীর মোদী পদবী নিয়ে মন্তব্যের জেরে সদ্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন ফৌজদারি মানহানি মামলায়। তিনি খুইয়েছেন সাংসদ পদ। এরপর ফের একবার মোদীকে নিয়ে মন্তব্যের জেরে খবরের শিরানামে কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে।

( ‘অবসাদ, আত্মহত্যা হাসির জিনিস নয়’, মোদীর মন্তব্যে ঝোড়ো টুইট প্রিয়াঙ্কার)

এদিকে, মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্য নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, ‘মল্লিকার্ডুন খাড়গের মস্তিষ্কে রয়েছে বিষ’। তিনি বলেন,’ রাজনৈতিকভাবে লড়তে না পেরে এইভাবে মন্তব্য করে আগ্রাসী হতে চাইছেন তাঁরা (কংগ্রেস)’। এদিকে, কংগ্রেস সভাপতির যে মন্তব্য নিয়ে ঝড় উঠেছে বিতর্কের, সেই মন্তব্যে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী হলেন এক বিষধন সাপের মতো। আপনি ভাবতে পারেন যে, তিনি বিষ নাকি নন, তবে একবার চেটে ফেললেই আপনি মৃত।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup